ভাম বিড়াল মেরে দল বেঁধে উল্লাস। তার পর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট। এর পরই বিতর্কে যুবক ও তার সঙ্গীরা। ইতিমধ্যেই পশুপ্রেমীদের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ বন দফতরে। ঘটনা মুশির্দাবাদের ভরতপুর এলাকার ভালুইপাড়ায়।
ভাম বিড়াল মেরে তার গলায় দড়ি পরিয়ে ঘোরাতে ঘোরাতে ছবি তোলে এক যুবক। তার পরই ফেসবুকে পোস্ট। সঙ্গে দেখা যায় আরও দুই যুবককে। ছবি ফেসবুকে পোস্ট করতেই তা নজরে আসে পশুপ্রেমীদের। কলকাতা পুলিশের ফেসবুকে মেসেজ করে বিষয়টি জানানো হয়। সেই সঙ্গে পোস্টটির স্ক্রিনশটও দেওয়া হয়। পত্রপাঠ উত্তর আসে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়, ‘‘আমাদের জানানোর জন্য ধন্যবাদ। পাশাপাশি অনুগ্রহ করে বিষয়টি পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টকে জানান।’’ সেই সঙ্গে বন দফতরের ঠিকানাও দিয়ে দেওয়া হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি।
প্রসঙ্গত, ভাম বিড়াল মারা গুরুতর অপরাধ। বন্যপ্রাণ সুরক্ষা আইনে ভাম বিড়াল মারা নিষিদ্ধ। তবুও এই ধরনের প্রবণতা লক্ষ করা যায়। বছরখানেক আগে টিটাগড়েও এরকম ঘটনা ঘটেছিল। সেবার ফেসবুকে ছবি পোস্ট করেই নিজেদের বিপদ ডেকেছিল অভিযুক্তরা।