প্রশাসনের সহায়তায় কন্যাশ্রী মেয়েরাই বিয়ে রুখল বান্ধবীর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার কুমোরআড়া গ্রামে।
স্থানীয় প্রশাসনের সহায়তায় সহপাঠীরা নাবালিকা বান্ধবীর বিয়ে রুখল কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে। রবিবার শচীন খাঁড়ার মেয়ে সুস্মিতা খাঁড়ার বিয়ের আয়োজন করা হয়েছিল। একাদশ শ্রেণির ছাত্রী সুস্মিতাও এই বিয়েতে রাজি ছিল না প্রথম থেকেই।
এই খবরই জানতে পারে বাসুদেবপুর মহারাজ নন্দকুমার হাই স্কুলের সহপাঠীরা। তখন স্কুলেরই কন্যাশ্রী ক্লাবের মেয়েরা নন্দকুমারের বিডিওকে ঘটনাটি জানায়। অভিযোগ পাওয়ার পরে বাড়ির লোকদের ডেকে পাঠান নন্দকুমার ব্লকের বিডিও মহম্মদ আবু তৈয়ব।
মুচলেকা দিচ্ছেন পরিবারের সদস্যরা। নিজস্ব চিত্র
মেয়ের বাবা শচীনবাবু ও বাড়ির অন্যান্য সদস্যরা বিডিও অফিসে এসে বিডিও-র সামনে মুচলেকা জমা দেন। ‘মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের ব্যবস্থা করা হবে না’— এমনই লিখিয়ে নেওয়া হয় সেই মুচলেকাতে। সেই সঙ্গে ছাত্রীটি যাতে পড়াশোনা চালিয়ে যায়, সেই কথা দেন পরিবারের লোক।
নন্দকুমারের, বিডিও মহম্মদ আবু তৈয়বই জানান, ‘‘স্কুলের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা অভিযোগ করে, তাদের এক সহপাঠী প্রাপ্তবয়স্ক নয়। তা সত্ত্বেও পরিবারের লোকেরা জোর করে বিয়ে দেওয়া হচ্ছে তার। সেই অভিযোগ পেয়ে আমরা পরিবারের লোকের সঙ্গে আলোচনা করে বিয়ে বন্ধ করি। ছাত্রীটি যাতে পড়াশোনাও চালিয়ে যায়, তার কথাও বলা হয়েছে পরিবারের লোকেদের।’’