নরেন্দ্র মোদী হঠাৎ করেই বাংলা সফরে আসছেন ১৬ জুলাই। সেদিন মেদিনীপুরে তাঁর সভা করার কথা। রাজ্য বিজেপির তরফে সেই ঘোষণা হতেই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মোদীর সফর প্রসঙ্গে প্রশ্ন করাতেই অভিষেকের প্রথম প্রতিক্রিয়া, ‘‘তাঁকে স্বাগত জানাই।’’
তার পরেই অবশ্য কেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন তৃণমূল যুবনেতা, তাও পরিষ্কার করে দেন। অভিষেক বলেন, ‘‘তিনি এসে দেখে যান, উন্নয়ন কাকে বলে। অন্যান্য জায়গায় তো তারা ক্ষমতায় রয়েছেন, সেখানে কী রকম অবস্থা রয়েছে তা আমরা দেখেছি। কৃষকদের যেভাবে মধ্যপ্রদেশের পুলিশ নৃশংস ভাবে হত্যা করেছে, তা নন্দীগ্রাম, নেতাই, সিঙ্গুরের থেকেও নির্মম। সুতরাং তাদের কৃষক প্রেম আর দেখাতে হবে না। যারা মানুষের পাশে থাকে ৩৬৫ দিন ২৪ ঘণ্টা, তাদেরকে এসব অভিনয় করতে হয় না। মানুষ জানে, তাদের সুখ দুঃখের সাথী কে। কৃষকের বন্ধু কে। শ্রমিকের বন্ধু কে।’’
২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে যেসব তৃণমূল কর্মীরা আসবেন, তাঁদের থাকার ব্যবস্থা করা হচ্ছে মিলন মেলা প্রাঙ্গণে। তারই প্রস্তুতি দেখতে গিয়েছিলেন অভিষেক।
সেখানে ছাত্র ভর্তি নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, ‘‘আপনারা দেখেছেন, শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, বিভিন্ন কলেজ আচমকা পরিদর্শনে গিয়েছেন। এই ধরনের কোনও ঘটনাকে আমরা রেয়াত করব না। এটা তিনি স্পষ্ট করে বলছেন। যে ভাবছে, অর্থের বিনিময়ে অ্যাডমিশন করাবে, প্রশাসন প্রশাসনের মতো চলবে। কঠোর হাতে এটা দমন করা হবে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন। শিক্ষামন্ত্রীও বলেছেন।’’
পুলিশও যে বিজ্ঞাপন দিয়ে পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ জানানোর পথ বাতলে দিয়েছে, সে কথাও উল্লেখ করেন অভিষেক। তবে তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী জয়া দত্তকে নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেই প্রসঙ্গ এড়িয়ে যান ডায়মন্ড হারবারের সাংসদ।