গঙ্গাসাগরের ছোঁয়া দিঘাতেও। মকরসংক্রান্তির পুণ্যস্নানে মেতে উঠলেন দিঘার পর্যটকেরা। গত শনিবার থেকেই ছুটির মরসুমে দিঘা, মন্দারমনি ও তাজপুরে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। রবিবার সকাল থেকেই দিঘার সমুদ্রসৈকতে ভিড় ছিল চোখে পড়ার মতো।
দিঘায় পর্যটকদের ভিড়। নিজস্ব চিত্র
সমুদ্রসৈকতে ঘোরার ফাঁকে সমুদ্রে নেমে পুণ্যস্নান সেরেও নিচ্ছেন পর্যটকেরা। কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি পূর্ব মেদিনীপুরের স্থানীয় মানুষও মকরসংক্রান্তির পুণ্যস্নানের জন্য দিঘার সমুদ্রকে বেছে নিয়েছেন।
পুণ্যস্নান সেরে নিচ্ছেন পর্যটকেরা। নিজস্ব চিত্র
দিঘায় আসা পর্যটকদের দাবি, প্রত্যেক বছর তাঁদের গঙ্গাসাগর যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই কাছাকাছির মধ্যে দিঘাকেই বেছে নেন তাঁরা। ফলে মকরসংক্রান্তি উপলক্ষে কার্যত ভিড় উপচে পড়ছে দিঘার সমুদ্র সৈকতে। তবে উৎসবের মধ্যে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক রয়েছে পুলিশ।
উৎসবের মেজাজ দিঘাতে। নিজস্ব চিত্র
মকর সংক্রান্তি উপলক্ষে দিঘায় নিরপাত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নজরদারির জন্য লাগানো রয়েছে সিসিটিভি। সমুদ্রে নামা পর্যটক ও পুণ্যার্থীদের সতর্ক করার জন্য মাইকেও প্রচার করা হয়েছে। পাশাপাশি সমুদ্রে নামা পর্যটকদের উপরও নজর রাখছে নুলিয়ারা। দিঘা থানার ওসি বাসুকীনাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মকরসংক্রান্তি উপলক্ষে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।
কয়েকদিন আগেই দিঘা বিচ ফেস্টিভ্যালের জন্য ভিড় জমিয়েছিলেন দেশবিদেশের কয়েক হাজার পর্যটক। এবার মকরসংক্রান্তি উপলক্ষেও কার্যত উৎসবের মেজাজ সমুদ্রসৈকতে।