অটোচালকের অশালীন মন্তব্যের জেরে চলন্ত অটো থেকে ভয়ে ঝাঁপ দিল এক কিশোরী। সোমবার রাতে জগদ্দলের কেউটিয়ায় ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য কাঁকিনাড়া থেকে পানপুরে যাওয়ার অটোতে ওঠে ওই কিশোরী। অটোতে সে একাই ছিল। অভিযোগ, নামার সময়ে ওই ছাত্রীকে নির্দিষ্ট স্টপেজে নাময়নি ওই অটোচালক। উলটে আরও অটোটি অনেকটা দূরে চলে যেতে থাকে। অভিযোগ, অটোচালক সেইসময় নাকি গল্প করবে বলে কিশোরীকে ভোলানোর চেষ্টা করে। ভয়ে ওই কিশোরী অটোর থামানোর কথা বললেও তাতে কর্ণপাত করেনি ওই চালক।
অভিযোগ, এর পরেই অটোচালক কুপ্রস্তাব দিতে থাকে ওই কিশোরীকে। ভয় পেয়ে চলন্ত অটো থেকেই লাফ দেয় ওই কিশোরী। স্থানীয় বাসিন্দারাই ওই ছাত্রীকে উদ্ধার করে। তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওই কিশোরী একাদশ শ্রেণির পড়ুয়া। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত অটোচালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই প্রবল আতঙ্কে রয়েছে ওই ছাত্রী। অভিযুক্তের কড়া শাস্তি চেয়ে সরব হয়েছে সে।