এ যেন অভিষেক বচ্চন-করিনা কপূরের ‘রিফউজি’ ছবি। কাঁটাতারের দু-পারের দু’টি মানুষ ভালবাসেন পরস্পরকে।
প্রেমিকা থাকেন ভারতের জলপাইগুড়ি সদর ব্লকের দোডালিয়া পাতকাটা এলাকায়।। তাঁর মনের মানুষটির আদি বাস কাঁটাতারের ওপারে। কিন্তু, সৎ মায়ের অত্যাচারে একদিন সব কিছু ছেড়ে চলে আসেন ভারতে। তার পরে, পশ্চিমবঙ্গের নানা জায়গায় রাজমিস্ত্রির কাজ করেই চলত তাঁর দিন।
সুমিত্রা রায় কী বললেন ঘটনা সম্পর্কে
বাংলাদেশের পচাগড় জেলার বালিয়া বড়বাড়ি এলাকার অন্তর সিংহের বয়স ২০ বছর। বছর দেড়েক আগে, মোবাইলে একটি মিসড কল হওয়ার পরেই আলাপ হয় ২২ বছরের সুমিত্রা রায়ের সঙ্গে। তিনি এমএ প্রথম বর্ষের ছাত্রী। থাকেন জলপাউগুড়িতে।
মিসড কলের আলাপ এক সময়ে প্রেমে পরিণত হয়। এবং তিন দিন আগে সুমিত্রার বাড়িতে দেখা করতে আসেন অন্তর। এর পরে সেখানেই থাকতে শুরু করেন, কারণ তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেন।
অচেনা যুবককে নিয়ে এলাকায় খানিক চর্চাও শুরু হয়। শেষে, পুলিশে খবর দেয় সেখানকার পঞ্চায়েত। পুলিশ এসে অন্তরকে তুলে নিয়ে যায়। থানা সূত্রের খবর, অন্তর সিংহকে আদালতে তোলা হবে।
ঘটনায়, স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন সুমিত্রা।
কী বলছে পুলিশ