খড়্গপুর শহরে খুনের ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, খুনের পেছনে থাকতে পারেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ পুলিশ তদন্তে নেমে কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতারও করেছিল৷ এই জল্পনার জবাব দিতে সমাবেশের উদ্যোগ নিয়েছিল বিজেপি৷ কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি৷ তার জবাবে শহরে মোটর সাইকেলে রোড শো করে, মানুষের সঙ্গে কথা বললেন দিলীপ ঘোষ৷ অন্য দিকে খড়্গপুর শহরে সাংবাদিক সম্মেলনে ‘উস্কানিমুলক’ কথা বার্তার অভিযোগ করে পুলিশের কাছে দিলীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল৷
তাঁর বিরুদ্ধে শ্রীনু খুলে জড়িত থাকার অভিযোগকে চ্যালেঞ্জ করে খড়্গপুর শহরে ১৮ ও ১৯ জানুয়ারি দু’দিনের সভার ডাক দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ কিন্তু এই সভা হলে খড়্গপুর শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হতে পারে জানিয়ে সভার অনুমতি দেয়নি পুলিশ৷ এর পরেই দিলীপ ঘোষ পাল্টা কর্মসূচি নেন৷ নিজের বিধানসভা এলাকার মানুষের কাছে নিজে স্বচ্ছ প্রমাণ করতে মঙ্গলবার রাতে খড়্গপুর শহরে হাজির হন৷ নিজের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে চ্যালেঞ্জ ছোঁড়েন প্রশাসন থেকে শাসকদলকে৷ তিনি বলেন, ‘আমার ভোটারদের কাছে যে মিথ্যা বার্তা দেওয়া চেষ্টা হয়েছে তার জবাব দিতে নিজে সশরীরে উপস্থিত থাকব আমি৷’ সেই মতো বুধবার সকাল সাড়ে ন-টা থেকে একটি বাইক মিছিল বের করেন খড়্গপুর শহরে৷ খড়্গপুর শহরের কলেজের সামনে থেকে পুরতন বাজার, কৌশল্যা, ঝাপেটাপুর, তালবাগিচা হয়ে ডিভিসি মোড় ঘুরে গোলবাজারের রামমন্দির এলাকায় উপস্থিত হন৷ সেখানে গোলবাজারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন৷
অন্য দিকে খড়্গপুর শহরে মঙ্গলবার রাতের সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ উস্কানিমূলক কথা বলেছেন এমন অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করেছে তৃণমূল৷ অভিযোগে বলা হয়েছে, দিলীপ ঘোষের উস্কানিমূলক মন্তব্যে খড়্গপুর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে৷’
দেখুন ভিডিও—