পুলওয়ামার জঙ্গি হামলার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই হানার নিন্দা করলেও কেন বিশদে তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন। পরে সাংবাদিক সম্মেলন করে একই কথা বলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির নাম না করে জঙ্গি হামলার সময় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেছিলেন, ‘‘ভোট যখন দরজায় কড়া নাড়ে তখন তোমার মনে হল, দেশে একটা যুদ্ধ বাঁধানো দরকার আর একবার৷ আবার মানুষের জীবন নিয়ে খেলা করা দরকার৷’’
প্রসঙ্গক্রমে, পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম মঙ্গলবারই বলেছেন, ‘‘আপনার (মোদী) এটা নির্বাচনের বছর৷ পাকিস্তানকে দোষ দিয়ে শাস্তি দিতে পারলেই সাফল্য৷’’
এই দুই বক্তব্য এক ফ্রেমে এনে প্রচারে নামছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা যেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষাতেই কথা বলেছেন বলে দাবি করছে বিজেপি। মমতার কথার পাশে ইমরানের বক্তব্য পাশাপাশি চালিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টাও করেছে বিজেপি৷ ইতিমধ্যেই সেই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
দেখুন সেই ভিডিও—