ভোট আর দূরে নেই। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছে। তারই মধ্যে বৃহস্পতিবার কলকাতায় আসেন মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরা। সঙ্গে কমিশনের ফুল বেঞ্চ। শুক্রবার রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। তার আগে এদিন ৯টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করল কমিশনের ফুল বেঞ্চ।
সেখানে বিজেপির পক্ষে মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসুরা উপস্থিত ছিলেন। আর সেখানে কমিশনের সামনে পাঁচটি দাবি তুলে ধরল বিজেপি। দলের দাবি, এই দাবিগুলি মানা হলে রাজ্যে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্ভব। আর সেটা হলে জানা যাবে রাজ্যের মানুষ কী চায়।
দেখে নেওয়া যাক কমিশনের কাছে কী কী দাবি জানিয়েছে বিজেপি—
• রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যা বিপুল। সবার আগে তালিকা সংশোধন করে সব ভুয়ো ভোটারকে বাদ দিতে হবে।
• অনুপ্রবেশ সমস্যা মেটাতে ভোটগ্রহণের অন্তত ১৫ দিন আগে বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সিল করে দিতে হবে।
• কেন্দ্রীয় বাহিনীকে ভোটের অনেকটা আগেই রাজ্যে পাঠাতে হবে। বাহিনীর নজরদারিতেই সর্বত্র ভোট করাতে হবে।
• কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দায়িত্ব রাজ্যের প্রশাসন বা পুলিশের হাতে দিলে চলবে না। এটা সরাসরি কমিশনকে দেখতে হবে।
• রাজ্যের সর্বত্র ভোটকেন্দ্রের ভিতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা চাই। সব রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমের ওই লাইভ ফুটেজ দেখার সুবিধা দিতে হবে।
এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে ছিলেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং তাপস রায়। তবে তাঁরা কী দাবি জানিয়েছেন সে ব্যাপারে মুখ খোলেননি কেউ।