রামনবমীতে অস্ত্র মিছিল হল রাজ্য জুড়েই। অন্য দিকে বিজেপি-কে টেক্কা দিতে বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসও পালন করল রামের জন্মদিন। তা শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রথম পদক্ষেপ করল।
বীরভূমের রামপুরহাটে হিন্দু জাগরণ মঞ্চের রামনবমী মিছিলে ত্রিশূল নিয়ে হাঁটার অভিযোগে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল জেলা পুলিশ।
স্বত:প্রণোদিত হয়েই জেলা পুলিশের তরফে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেটের বিরুদ্ধে এফআইআর করেছে। সেখানে তাঁর বিরুদ্ধে অস্ত্র হাতে মিছিল করার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি ও অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে খবর, রামপুরহাটের এই মিছিলে অস্ত্র প্রদর্শনের কোনও অনুমতি ছিল না। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘোষণা করে দিয়েছিলেন রামনবমীতে ১০ বছর বা তার পুরনো যেসব মিছিলগুলিতে অস্ত্র নিয়ে যাওয়ার প্রচলন রয়েছে, তাদের পুলিশ অস্ত্র মিছিলের অনুমতি দেবে। কিন্তু লকেটদের মিছিলের ক্ষেত্রে সেই অনুমতি ছিল না।
রবিবার রামপুরহাটের এই মিছিলের প্রথম সারিতেই লকেটকে ত্রিশূল হাতে দেখা যায়। তখন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে, তিনি বলেন, এটি অস্ত্র নয়। ত্রিশূল।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিজেপি রাজ্য সভাপতির হাতেও রামনবমীর মিছিলে অস্ত্র দেখা গেছে। কিন্তু সেখানে জেলা পুলিশের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। জেলা পুলিশের এক শীর্ষস্তরের কর্তা জানিয়েছেন, ওই মিছিলের ব্যাপারে তাঁরা খতিয়ে দেখছেন। সোমবার সকাল পর্যন্ত এফআইআর করার কোনও সিদ্ধান্ত হয়নি।
তবে বিজেপি নেতা-নেত্রীরা সরকারের হুমকি উপেক্ষা করেই অস্ত্র নিয়ে রামনবমীর মিছিলে হাঁটার কথা আগেই বলে দিয়েছিলেন।