এখনই কোনওরকম ঠোকাঠুকি নয়! বরং পায়ের তলার মাটি শক্ত করেই রাজ্যে শাসকদলের বিরুদ্ধে সংঘাতের রাস্তায় যেতে চান বিজেপি সভাপতি অমিত শাহ। সম্প্রতি রাজ্য বিজেপি নেতৃত্বকে এমন পরামর্শই দিয়েছেন তিনি।
গত সপ্তাহে দিল্লিতে বিজেপি’র সর্বভারতীয় কোর কমিটির বৈঠক হয়। সূত্রের খবর, সেখানে অমিতের সঙ্গে আলাদাভাবে কথা বলার সুযোগ হয়নি রাজ্য বিজেপি’র নেতাদের। কিন্তু এর কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন অমিত। এখানকার কর্মসূচি সেরে দিল্লি ফেরার আগে কিছুক্ষণের জন্য রাজ্যের নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। সূত্রের খবর, সেই সময়ই অমিত পরামর্শ দেন, এখন রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে না হাঁটাই ভাল। আপাতত রাজ্যে কীভাবে পায়ের তলার মাটি শক্ত করা যায়, সেদিকে নজর দিতে হবে। এই কৌশল তিনি কেন নিতে চাইছেন, তা-ও স্পষ্ট করে দিয়েছেন অমিত।
বিজেপি সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে সংঘাতে না যেতে চাওয়ার পিছনে দলীয় সভাপতির রাজনৈতিক কৌশলই রয়েছে। রাজ্য নেতৃত্বকে অমিত জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে সংঘাতের পথে হাঁটতে গিয়ে দল যদি একবার লড়াই থেকে ছিটকে যায়, তাহলে ফিরে আসা কঠিন হবে। আগে ঘর গুছিয়ে নিলে, ভবিষ্যতে শাসকদলের মোকাবিলা করা অনেক সহজ হবে। রাজ্য বিজেপি’র এক নেতার কথায়, ‘‘বিধানসভা নির্বাচনে ১০ শতাংশের সামান্য বেশি ভোট এসেছে ঠিকই, কিন্তু শাসকদলের চোখে চোখ রেখে লড়াই করার মতো শক্তি এখনও সঞ্চয় করা যায়নি। তাই সরাসরি সংঘাতে গেলে আখেরে দলেরই ক্ষতি হবে।’’
অমিতের এই কৌশলের কথা সরাসরি স্বীকার করতে চাইছেন না রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে রাজ্যে পদ্ম শিবিরের কার্যকলাপে সভাপতির পরামর্শের প্রতিফলনই দেখা যাচ্ছে। রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় গত চারদিন ধরে দলের রাজ্যস্তরের প্রশিক্ষণ কর্মসূচি চলছে। সংগঠনকে মজবুত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে রাজ্য বিজেপি’র এক নেতা জানিয়েছেন।