আম জনতার সুবিধার্থে রাজ্য সরকারই মেট্রো চ্যানেলে রাজনৈতিক ধর্না নিষিদ্ধ করেছিল। কিন্তু কলকাতার নগরপাল রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে সেখানেই তিন দিন ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার এই ধর্নাকে হাতিয়ার করেই এবার পাল্টা মেট্রো চ্যানেলেই ধর্নায় বসার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করল রাজ্য বিজেপি। ই মেলে করা ওই আবেদনে বলা হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এই ধর্নায় বসবে বিজেপি। এ মাসের ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত তিন দিন ধর্নায় বসতে চায় তারা। বিজেপি-র দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার না করলেও ধর্মতলায় তিনি যে ধর্নায় বসেছিলেন সেটি রাজনৈতিক কর্মসূচিই ছিল।
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘যাঁরা চিটফান্ডে ক্ষতিগ্রস্ত তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতেই এই ধরনা। মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি না নিয়ে ধর্নায় বসেছিলেন। আমরা অনুমতি নিয়ে ধর্নায় বসতে চেয়েছি। আদালতও বলেছে বিজেপিকে মিটিং-মিছিল করার অনুমতি দিতে হবে। কিন্তু সরকার এখনও তা দেয়নি। ধর্নার অনুমতি না দিলে আমরা অন্যভাবে দাবি আদায় করব, প্রয়োজনে মৌন মিছিল হবে।’’