রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মামলায় গ্রেফতার হতে পারেন বিজেপি নেতা মুকুল রায়ের। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন বেঞ্চ মুকুলের বিরুদ্ধে করা ১০ম এফআইআর নিয়ে কোনও নির্দেশ দিতে অস্বীকার করল।
এই মামলায় আগের ৯টি এফআইআর নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে, সেই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না।
মঙ্গলবার মুকুল রায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আবেদন ছিল নিয়ে যাতে রেলের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটিতে ১০ম এফআইআর-এর উপরও যেন কোনও পদক্ষেপ না করে পুলিশ।
হাইকোর্ট এ ব্যাপারে এখনই হস্তক্ষেপ না করে জানিয়ে দেয়, মূল মামলাটির সঙ্গেই এটির নিষ্পত্তি করবে আদালত। গরমের ছুটির পরে সেই মামলার শুনানি হবে রেগুলার বেঞ্চে।
এই প্রতারণার মামলায় ইতিমধ্যেই পুলিশ মুকুলের রায়ের শ্যালক সৃজন রায়কে গ্রেফতার করেছে। এদিন আদালতে রাজ্য সরকারের আইনজীবী জানান যে তাঁর বাড়ি থেকে জাল স্ট্যাম্প, সিল, লেটারহেড উদ্ধার হয়েছে। রেলে চাকরি পাওয়া প্রার্থীদের কোনও পরীক্ষাই হয়নি রেলওয়ে বোর্ডের কাছে। মেডিক্যাল সার্টিফিকেটও জাল বলেই দাবি পুলিশের।
যদিও মুকুল রায়ের আইনজীবীদের দাবি, যেহেতু আদালত অন্য এফআইআরগুলির সঙ্গে এই এফআইআরটির ব্যাপারে শুনতে বলেছে, ফলে মূল মামলাটির নির্দেশই বহাল থাকবে। পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না।
তবু মুকুল রায়ের গ্রেফতারির আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।