SEND FEEDBACK

English
Bengali

৮টি মারাত্মক প্রমাণ সিবিআইয়ের হাতে, রোজ ভ্যালি তদন্তে ঘুম ছুটবে তৃণমূলের?

পিনাকপাণি ঘোষ, এবেলা.ইন | জানুয়ারি ১১, ২০১৭
Share it on
ক্রমশ জাল গুটিয়ে আনছে সিবিআই। এখন সারদা ও রোজ ভ্যালি তদন্ত প্রায় মিশে যেতে চলেছে। আর দুই চিটফান্ড কেলেঙ্কারিতেই শাসকদলের প্রভাবশালীদের যোগ থাকার প্রমাণ গুছিয়ে ফেলেছে সিবিআই।

প্রথমে সারদা তদন্তে কুণাল ঘোষ, মদন মিত্র, মুকুল রায়, সৃঞ্জয় বসু, শঙ্কুদেব পণ্ডাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাতেই সারদা গোষ্ঠীর সঙ্গে শাসকদলের যোগাযোগের অনেক তথ্য প্রমাণ আদালতে জমা দেয় সিবিআই। বিরতির পরে এ বার রোজ ভ্যালি তদন্তেও তৃণমূল কংগ্রেসের নেতা, সাংসদ, মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলতে শুরু করেছে সিবিআই। দুই সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পরে সিবিআই কর্তাদের হাতে আরও অনেক তথ্য প্রমাণ এসেছে বলে জানা গিয়েছে। এর মধ্যে অনেক ভিডিও প্রমাণও রয়েছে বলে দাবি সিবিআই সূত্রের। দেখে নেওয়া যাক, কোন ১০টি প্রমাণের উপরে ভিত্তি করে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালীদের বিপদে ফেলতে তৈরি সিবিআই।

১। রোজ ভ্যালির ডায়েরিতে রয়েছে তৃণমূল নেতাদের তালিকা এবং কবে, কে, কত টাকা নিয়েছেন তার হিসেব।

২। রোজ ভ্যালি অফিসে রাজ্যের দুই মন্ত্রী ও এক সাংসদের ঘন ঘন যাওয়া আসার ভিডিও ফুটেজ।

৩। রাজ্যের এক মন্ত্রী ও টলিউডের এক অভিনেত্রীর সঙ্গে গৌতম কুণ্ডুর ঘনিষ্ঠতার একাধিক ছবি।

৪। তৃণমূল কংগ্রেসের এক সাংসদের বাড়িতে গৌতম কুণ্ডুর নিয়মিত যাতায়াত ও বৈঠক— গোপন ক্যামেরায় তোলা তার ভিডিও ফুটেজ।

৫। সারদাকাণ্ডের পরে রোজ ভ্যালির ব্যবসা কীভাবে রক্ষা করা যায়, কীভাবে বাড়ানো যায় তা নিয়ে তৃণমূল নেতাদের বৈঠকের ভিডিও ফুটেজ। 

৬। রোজ ভ্যালি পরিচালিত সংবাদপত্র দফতরে এক ছাত্রনেতার নিয়মিত উপস্থিতির সিসিটিভি ফুটেজ।

৭। রোজ ভ্যালির ব্যবসা বাড়ানোর জন্য বিভিন্ন এজেন্ট সমাবেশে বেশ কয়েকজন তৃণমূল নেতা মন্ত্রীর উপস্থিত থাকার ভিডিও ফুটেজ। সেখানে নেতারা কর্মীদের চাঙ্গা করতে বক্তব্যও রেখেছেন।

৮। রোজ ভ্যালির টাকায় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও ঘনিষ্ঠদের বিদেশ ভ্রমণের যাবতীয় নথি।

cbi tmc mamata banerjee
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -