একদিকে বিরোধীপক্ষ দু’শো আসন পাওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। অন্যদিকে ক্রমশ কড়া হচ্ছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী। আর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে সন্ত্রাস।
মহেশতলায় প্রচারে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিরোধীরা কাপুরুষের দল। আমি কাউকে ভয় পাই না। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে চমকানোর চেষ্টা করা হচ্ছে। আমাকে চমকানোর ক্ষমতা কারো নেই। কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস চালাচ্ছে।’’
শুধু কেন্দ্রীয় বাহিনীই নয়, সাত দফায় ভোট নিয়েও ফের হয়রানির অভিযোগ তুলেছেন মমতা। তিনি বলেন, ‘‘এতদিন ধরে ভোট করার কোনও যুক্তি নেই, এতে উন্নয়ন থমকে যায়। আগেও অনেক নির্বাচন হয়েছে, এত কুৎসা দেখিনি।’’ বিরোধীদের আক্রমণ করে মমতা বলেন, ‘‘বিরোধীরা কাপুরুষের দল। আমি কাউকে ভয় পাই না।’’ মঙ্গলবারই রাজ্যে প্রচারে এসে মোদী-মমতা আঁতাতের অভিযোগ করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী। পাল্টা এদিন সোনিয়াকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘‘সোনিয়া গাঁধী-মোদী আঁতাত রয়েছে।’’
মমতা নির্বাচন কমিশনকে আক্রমণ করায় তাঁকে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। কলকাতায় প্রচারে এসে বিজেপি সভাপতি বলেন, ‘‘নির্বাচন কমিশনের সঙ্গে লড়াইয়ে নেমেছেন মমতা। নারদায় অভিযুক্তদের প্রার্থী করেছেন মমতা। মা-মাটি-মানুষ বদলে হয়েছে ‘ভয়-ভুখ-ভ্রষ্টাচার’। রাজ্যে একটাই শিল্প- বোমা শিল্প। সারদার জবাব দেননি, নারদারও জবাব দেননি।’’