যানজটে আটকে পড়ায় অ্যাম্বুল্যান্সেই মৃত্যু হল ছ’মাসের একটি শিশুর। সোমবার ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়কে। যদিও মৃত শিশুটির বাড়ির লোকজনের অভিযোগ, ট্র্যাফিক পুলিশ দীর্ঘক্ষণ অ্যাম্বুল্যান্সটিকে আটকে রাখার জন্যই এই ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা শিশুটির দেহ নিয়ে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করেন। ট্র্যাফিক পুলিশের এক কনস্টেবলকেও মারধর করা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, এদিন অসুস্থ শিশুটিকে তার বাড়ির লোকেরা ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে যানজটে অ্যাম্বুল্যান্সটি আটকে পড়ে। শিশুটির বাড়ির লোকজনের দাবি, ওই কনস্টেবলকে অ্যাম্বুল্যান্সটি ছেড়ে দেওয়ার জন্য তাঁরা বারবার অনুরোধ করলেও তিনি আমল দেননি। শেষপর্যন্ত শিশুটি মারা যায়। যদিও ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে অ্যাম্বুল্যান্স আটকে রাখার অভিযোগ উড়িয়ে দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার সুনীল চৌধুরী। তাঁর দাবি, ওই ট্র্যাফিক কনস্টেবল চেষ্টা করেও অ্যাম্বুল্যান্সটিকে যানজট ছাড়িয়ে বার করতে পারেননি।