ভাগাড় কাণ্ডের অভিযুক্তদের গ্রেফতার করার পর ৯০ দিন পেরিয়ে গেলেও আদালতে চার্জশিট পেশ করতে পারল না সিআইডি। ফলে জামিন পেয়ে গেল দুই অভিযুক্ত।
বজবজের ভাগাড় থেকে পচা মাংস পাচার করার সময় রাজা মল্লিক ও ভিকি সাইমন্ডসকে স্থানীয় বাসিন্দারা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। স্থানীয় থানার থেকে তদন্তভার সিআইডি নিজের হাতে তুলে নেয়। কিন্তু পচা মাংস কাণ্ডে এখনও তদন্ত শেষই করতে পারেনি তারা।
আলিপুর আদালতে সরকারি আইনজীবী জানান, তাঁরা চার্জশিট পেশ করতে পারছেন না। পচা মাংসের যে নমুনা ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল, তারও রিপোর্ট সিআইডি-র হাতে আসেনি।
পুলিশের এই গাফিলতির কারণেই দুই অভিযুক্ত ছাড়া পেয়ে যাওয়াতে পচা মাংস কাণ্ডে আদৌ অভিযুক্তরা শাস্তি পাবেন কি না, তা নিয়েই প্রশ্ন উঠে গেল। এখনও পর্যন্ত ভাগাড় চক্রের পুরোপুরি কিনারা করতে পারেনি পুলিশ।
আইন অনুযায়ী, এই ধরনের কোনও মামলায় কাউকে গ্রেফতার করলে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের উপর ভিত্তি করে ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করতে হয়। তা না পারলে বিনা চার্জশিটে কাউকে জেলে আটকে রাখা যায় না।