উপচে পড়ছে ভিড়। সামলাতে হিমশিম চিড়িয়াখানা কর্মীদের। ব্রিগেডের দিনই আচমকা ভিড় বেড়ে গেল চিড়িয়াখানায়।
শীতের মরসুমে গোটা মাস ধরেই পর্যটকের আনাগোনা থাকে চিড়িয়াখানায়। শীত কমার সঙ্গে সঙ্গে সেই ভিড়েও ভাটা পড়ে। সাধারণত জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই ভিড় কমতে থাকে। কিন্তু শনিবারই কার্যত উলটো দৃশ্য দেখা গেল। ঘটনাচক্রে এদিনই আবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ। লক্ষাধিক লোকের জমায়েত হয়েছে সেখানে।
দেখুন সেই ভিডিও—
শনিবার চিড়িয়াখানায় দেখা গেল স্বাভাবিকের থেকে ভিড় অত্যন্ত বেশি। এমনকি চিড়িয়াখানার সামনে বেশ কয়েকটি টেম্পো, বাসও দাঁড়িয়ে রয়েছে। যদিও কোথা থেকে এসেছে জিজ্ঞাসা করলেই, এড়িয়ে যাচ্ছেন সকলে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেই সেই গাড়ি করেই ফের চলে যাচ্ছেন তাঁরা।