এবার রবিনসন স্ট্রিটের ছায়া ফিরল আলিপুরদুয়ারে! বোনের পচাগলা দেহ আগলে রয়েছেন দিদি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ৮ নম্বর ওয়ার্ডের উদয়বিতান এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারে উদয়বিতানে অনেকদিন ধরেই থাকতেন লিপিকা দে (৫৮) এবং অলকানন্দা দে(৬১)। কিন্তু তাঁরা সেই এলাকার কারোর সঙ্গে খুব একটা কথা বলতেন না। দুই বোনই মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গিয়েছে।
গত কয়েক দিন যাবৎ তাঁদের ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোতে থাকে। প্রতিবেশীরা সন্দেহবশতই স্থানীয় কাউন্সিলারকে পুরো ব্যাপারটি জানান। তিনি পুলিশকে খবর দিলে, পুলিশ এসে লিপিকা দে-এর পচাগলা মৃতদেহ উদ্ধার করে সোমবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারদিন আগেই মারা গিয়েছেন লিপিকা দে। কিন্তু মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আরও জানা গিয়েছে, এই দুই বোনের এক দিদি থাকেন পুরুলিয়াতে। তিনিই প্রতি মাসে তাঁদেরকে টাকা পাঠাতেন।
এদিন মৃতদেহ উদ্ধারের পরেও দেখা যায় অলকানন্দা দে, বাজারের ব্যাগ নিয়ে বোনের জন্য বাজার করতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তাঁর কোনও ভ্রুক্ষেপ ছিল না বোনের মৃত্যু নিয়ে। আপাতত তাঁকে আলিপুরদুয়ার হাসপাতালের মানসিক বিভাগে ভর্তি করা হয়েছে।