ছ-ছ’টা অস্কারে মনোনয়ন। শহর-প্রবাস মিলে ছবিতে চার বাঙালির কাজ। এ শহরের আনাচে-কানাচে শ্যুটিং। দেব পটেল-নিকোল কিডম্যান অভিনীত ‘লায়ন’এ কলকাতাও যেন একটা চরিত্র।
৮৯তম অ্যাকাডেমি পুরস্কারের জন্য ছবিটির মনোনয়নের দৌলতেই কলকাতায় হোটেলের খোঁজ নাকি রাতারাতি বেড়ে গিয়েছে! উৎসাহের শরিক বিদেশি পর্যটকেরাও।
অস্ট্রেলীয় ব্যবসায়ী সারু ব্রিয়ারলির আত্মকথা ‘আ লং ওয়ে হোম’ অবলম্বনে তৈরি ‘লায়ন’। হারিয়ে যাওয়া সারুকে কলকাতার অনাথালয়ে খুঁজে পান এক অস্ট্রেলীয় দম্পতি। বড় হয়ে গুগ্ল আর্থের সাহায্যে নিজের শিকড়ের সন্ধানে বেরোয় সারু। সারুকে খুঁজে পাওয়ার দৃশ্যের শ্যুটের অভিজ্ঞতা শোনালেন ছবির ‘ক্যাফে ম্যান’ ঋদ্ধি সেন, ‘‘ফ্লুরিজ আর গঙ্গার ধারে একটা গোডাউনে শ্যুট হয়েছিল। আমার দু’দিনের কাজ ছিল। কিন্তু ছবির ট্রেলারে আমার দৃশ্যটা রাখা হয়েছে।’’ ঋদ্ধির বাবা কৌশিক সেন ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে। খুঁজে পেয়ে তাঁর কাছেই সারুকে নিয়ে যান ঋদ্ধি। সারুর মায়ের চরিত্রে প্রিয়ঙ্কা বসু। অন্য একটি চরিত্রে তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।
এই ছবি ঘিরে তৈরি হওয়া অস্কার-উত্তেজনা গ্রাস করেছে পর্যটকদেরও। সমীক্ষা বলছে, ‘লায়ন’ অস্কারে মনোনয়ন পাওয়ার পর কলকাতায় হোটেল বুকিংয়ের হার বেড়েছে প্রায় ৭০ শতাংশ! ছবির বড় এক অংশে রয়েছে শহরের অলিগলি। সেই আলো-আঁধারি গলিঘুঁজির মায়ায় আকৃষ্ট হচ্ছেন দেশবিদেশের মানুষ। কলকাতায় বিভিন্ন থাকার জায়গার অনলাইন সুলুকসন্ধানে নজর রেখেই ধরা পড়েছে এই ট্রেন্ড। হোটেল্স ডট কম’এর বিপণন প্রধান অমিত অগ্রবাল বলেন, ‘‘ছবিতে দেখানো জায়গাটা দেখতে প্রচুর পর্যটক উৎসাহী। তাই হলিডে ডেস্টিনেশন হিসেবে কলকাতার হোটেল সার্চ রেটও বেড়ে গিয়েছে ইদানীং!’’