মত্ত অবস্থায় ভাইকে কুপিয়ে খুন করল দাদা! শনিবার দুপুর দেড়টা নাগাদ নিউটাউনের সুলংগুড়িতে ঘটনাটি ঘটে। মৃতের নাম স্বরূপ মণ্ডল (১৮)। এই ঘটনায় অভিযুক্ত অরূপ মণ্ডলকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ।
সুলংগুড়ির মণ্ডলপাড়ার বাসিন্দা অরূপ দীর্ঘদিন ধরেই মদ ও মাদকের নেশায় আসক্ত বলে স্থানীয় সূত্রের খবর। সারাদিনই সে নেশার ঘোরে থাকে বলে জানা গিয়েছে। এজন্য প্রায়ই সে পরিবারের লোকজনের কাছে টাকা চাইত। চাহিদা মতো টাকা দেওয়া না হলে শুরু করত গন্ডগোল।
স্বরূপের মামা রতন মণ্ডল পুলিশকে জানিয়েছেন, দাদার নেশা করার বিষয়ে এদিন প্রতিবাদ করেছিলেন স্বরূপ। এনিয়ে সকাল থেকেই বাড়িতে অশান্তি চলছিল। তখন বাড়ি থেকে বেরিয়ে গেলেও দুপুর ১টা নাগাদ মত্ত অবস্থায় ফেরে সে। বাড়িতে ঢুকেই প্রথমে মাকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করে। যা দেখে প্রতিবাদ করেন স্বরূপ। এতে তার রাগ গিয়ে পড়ে ভাইয়ের উপর। বচসার মধ্যেই হঠাৎ পকেট থেকে একটি ছুরি বার করে ভাইয়ের বুকের বাঁদিকে বসিয়ে দেয় অরূপ। ভাই লুটিয়ে পড়তেই ছুরি হাতে নিয়ে দৌড়ে পালায় সে। কয়েকজন পিছনে দৌড়লেও তাকে ধরতে পারেননি।
ধৃত: অরূপ মণ্ডল। ■ নিজস্ব চিত্র
পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে স্বরূপকে বাগুইআটির একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পাড়ায় স্বরূপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসী অরূপকে খুঁজতে শুরু করেন। বিকেলের দিকে ওই এলাকাতেই তাকে দেখতে পেয়ে ধরে ফেলেন স্থানীয়েরা। খবর দেওয়া হয় নিউটাউন থানায়। এরপর ঘটনাস্থলে গিয়ে অরূপকে গ্রেফতার করে পুলিশ। তবে যে ছুরি দিয়ে অরূপ ভাইকে খুন করেছে বলে অভিযোগ, সেটি অবশ্য পুলিশ পায়নি। ছুরি কোথায় রেখেছে, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।
প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, নেশায় বাধা দেওয়ার কারণেই ভাইয়ের উপর তার রাগ ছিল। বিধাননগর সিটি পুলিশের গোয়েন্দাপ্রধান সন্তোষ পাণ্ডে বলেন, ‘‘অভিযুক্ত মাদকাসক্ত। পরিবারের আপত্তির কারণেই গন্ডগোল হয় বলে জানা গিয়েছে। খুনের পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হবে।’’ অরূপের বিরুদ্ধে নিউটাউন এবং বাগুইআটি থানা এলাকায় গন্ডগোল বাধানোর কয়েকটি অভিযোগ রয়েছে। কিছুদিন আগে মারপিটের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ সূত্রের খবর। আজ, রবিবার তাকে বারাসত আদালতে তোলা হবে।