ব্রিগেডের জনসভায় তৃণমূল কর্মীদের ডিম-ভাত খাওয়ানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম ব্যঙ্গ-বিদ্রুপ হয়নি। তাতে সামিল হয়েছিলেন অনেক সিপিএম-এর কর্মী-সমর্থকও। আগামী ৩ ফেব্রুয়ারি ব্রিগেড ভরানোর জন্য অবশ্য তৃণমূলের ডিম-ভাতের থেকেও নরেন্দ্র মোদীর দেখানো পথেই বেশি আস্থা সিপিএম-এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর।
ব্রিগেড সমাবেশ সফল করতে মরিয়া সিপিএম। মাঠে নেমেছে এসএফআই, ডিওয়াইএফআই-এর মতো দলের শাখা সংগঠনগুলিও। শনিবার সন্ধ্যায় বারাসত স্টেশনে ব্রিগেড সমাবেশ সফল করতে অন্যরকমের প্রচার চালালো সিপিএম-র যুব সংগঠন ডিওয়াইএফআই। গান, কবিতা, আবৃত্তির সঙ্গে আম জনতাকে ব্রিগেডমুখী করতে পথচলতি মানুষকে চা খাওয়ানো হলো। অনেকটা নরেন্দ্র মোদীর হাত ধরে বিখ্যাত হওয়া ‘চায়ে পে চর্চার’ মতো। দুধ চায়ের পাশাপাশি ছিল লিকার চায়ের ব্যবস্থাও। শীতের সন্ধ্যায় গরম চায়ে চুমুক দিতে দিতেই ডিওয়াইএফআই-এর নেতা, সদস্যদের বক্তব্য শুনলেন সভায় ভিড় জমানো মানুষ।
দেখুন ভিডিও
তবে চা খাওয়ানো নিয়ে নরেন্দ্র মোদীর ‘চায়ে পে চর্চার’ প্রভাব মানতে অবশ্য নারাজ ডিওয়াইএফআই-এর সদস্যরা। তাঁদের দাবি, চায়ের সঙ্গে আমজনতার নিবিড় সম্পর্ক। প্রথাগত সভার বাইরে অন্যরকম কিছু করার তাগিদ থেকেই চা খাওয়ানোর ভাবনা বলে দাবি তাঁদের।