ভয়াবহ আগুনের কবলে কলকাতার বাগরি মার্কেট। শনিবার রাত আড়াইটে নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
রবিবার সকাল পর্যন্ত আগুন নেবেনি। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩০ ইঞ্জিন। কার্যত কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। গ্যাস কাটার দিয়ে দেওয়াল কেটে আগুনের উৎসস্থলে ঢোকার চেষ্টা করছেন দমকলকর্মীরা। বাজারের মধ্যে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকায়, আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে সমস্যায় পড়েছেন দমকলকর্মীরা। এলাকাটি ঘিঞ্জি হওয়াতেও সমস্যা বেড়ে গিয়েছে।
দেখুন ভিডিও—
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরেই প্রথম আগুন লাগে। তার পরেই আগুন বাগরি মার্কেটের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। এক ও দোতলাতেও আগুন ছড়িয়ে পড়েছে। ব্লিডিংটিতেও ফাটল দেখা গিয়েছে। ফলে আতঙ্ক বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনাস্থলে রয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
পুজোর মুখে আগুন লাগায় প্রচুর ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।