আবার আগুন-আতঙ্ক মেট্রোয়। ময়দানের পর এবার টালিগঞ্জ। দীর্ঘক্ষণ বন্ধ থাকল টালিগঞ্জ-দমদম মেট্রো চলাচল।
জানা যাচ্ছে, এদিন বিকেলে হঠাৎই টালিগঞ্জ স্টেশনের কাছে মেট্রোর থার্ড লাইন থেকে আগুনের ফুলকি বেরোতে দেখতে পান মেট্রোর কর্মীরা। সেই সঙ্গে ধোঁয়াও বেরোতে থাকে। এর পরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। প্রায় ৫০ মিনিট পরে আবার চালু হয় ট্রেন চলাচল।
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর নিউ গড়িয়া গামী একটি মেট্রোয় আগুন লাগে। দমদমগামী ওই মেট্রো থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাচ ভেঙে কয়েক জনকে উদ্ধার করা হয়। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েন।
তারও ক’দিন আগে চাঁদনি চকের কাছে মেট্রোর লাইনে ফাটল দেখা দিয়েছিল। সেই সময়ও ট্রেন চলা বন্ধ হয়ে গিয়েছিল। চাঁদনি চক স্টেশনে ট্রেন ঢোকার সময় হঠাৎই আলোর ঝলকানি দেখতে পান স্টেশন মাস্টার। তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল।
শুক্রবার বিকেলে আবার বিপত্তি। আপাতত বন্ধ ট্রেন চলাচল।