রঙের উৎসবের দিন নৈরাজ্যের সাক্ষী রইল শহর কলকাতা! পথ দুর্ঘটনায় প্রাণহানি, জলে ডুবে মৃত্যু, বেপরোয়া মোটরবাইক চালানো, মত্ত অবস্থায় বচসা, গন্ডগোলের জেরে গুলি— শহরের বিভিন্ন প্রান্তে এই সব ঘটনা ঘটল কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও। বুধবার, দোলের দিন সন্ধ্যা পর্যন্ত কলকাতায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিন শহরে বাইকবাহিনীর দাপট চোখে পড়ে। সূত্রের খবর, মত্ত অবস্থায় বেপরোয়াভাবে বাইক চালাতে দেখা যায় অনেককেই। অধিকাংশ বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। সিগন্যালের তোয়াক্কাও করেননি তাঁরা। পুলিশ সূত্রের খবর, এদিন দুপুর ৩টে নাগাদ স্ট্র্যান্ড রোডে এক বাইকচালক মত্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারেন। ওই বাইকটিতে তিনজন ছিলেন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ওই ব্যক্তির বাড়ির লোকজন হাসপাতালে ভাঙচুর করেন। ভাঙচুরের অভিযোগে ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। টালিগঞ্জের শরত্ চ্যাটার্জি রোডে একটি গাড়ির ধাক্কায় আহত হন রঞ্জিত যাদব নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রের খবর, এদিন রং খেলার শেষে গঙ্গায় স্নান করতে নেমে জলে ডুবে দু’জনের মৃত্যু হয়।
কসবার সুইনহো লেনে এদিন দুপুরে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে গুলি চলে। দেবা নামে একজন আহত হন। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে গন্ডগোলের সূত্রপাত। গুলি চালানোর অভিযোগে অমরদীপ সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, এদিন দুপুরে মানিকতলার মুরারিপুকুর রোডে মত্ত অবস্থায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পুরনো শত্রুতার জেরে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে অপর গোষ্ঠীর লোক। পরে কলকাতা পুলিশের দুই ডিসি’র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শোভাবাজারের অরবিন্দ সরণিতে যাত্রীবোঝাই একটি অটোর সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক-সহ মোট ছ’জন আহত হন। তাঁদের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ সূত্রের খবর, এদিন সন্ধ্যা পর্যন্ত অভব্য আচরণের অভিযোগে ২৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। বেপরোয়াভাবে বাইক চালানোর অভিযোগে আটক করা হয়েছে ৩০০টির বেশি বাইক। ১০০ লিটারের বেশি মদ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, এদিন সল্টলেকে একটি গাড়ি দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। পাশাপাশি, অভব্য আচরণের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে বিধাননগর সিটি পুলিশ।