প্রয়াত হলেন সিপিএম-এর প্রাক্তন সাংসদ ও আরামবাগের এক সময়ের দাপুটে নেতা অনিল বসু। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। এখানেই মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মূত্রনালীর সংক্রমণ ও রক্তে বিভিন্ন উপাদানের মাত্রায় হেরফের হওয়াতেই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। বেশ কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
৭২ বছর বয়সী এই প্রাক্তন সাংসদ একসময় দাপুটে নেতা ছিলেন। ১৯৮৪ সাল থেকে তিনি আরামবাগ কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলেন। নির্বাচিত হয়েছিলেন মোট ৭ বার । ২০০৪ সালের লোকসভা নির্বাচনে রেকর্ড ভোটে জিতেছিলেন তিনি। সেই নির্বাচনে তিনি প্রায় ৬ লক্ষ ভোটে জয়লাভ করেছিলেন।
কিন্তু ২০১২ সালে শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁকে সিপিএম বহিষ্কার করে। দীর্ঘ ছ’বছর বহিষ্কৃত থাকার পরেও তিনি অন্য কোনও দলে যোগ দেননি। সিপিএম-ও তাঁকে দলে ফিরিয়ে নেয়নি।
বামফ্রন্ট সরকার থাকাকালীনই তিনি একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে অশালীন কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন।