এটিএম কাউন্টারের মেশিনে টাকা ভরতে এসে দুষ্কৃতীদের কবলে পড়ল টাকা-বোঝাই গাড়ি। গাড়িতে থাকা ৪৫ লক্ষ টাকা ডাকাতি করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার আড়বেতাই এলাকায়। সূত্রের খবর, বিভিন্ন ব্যাঙ্কের এটিএম মেশিনে টাকা ঢোকানোর বরাত পাওয়া একটি বেসরকারি সংস্থার গাড়ি শুক্রবার রাতে বার্নিয়া এলাকা থেকে বিভিন্ন এটিএম মেশিনে টাকা ভরতে আসে।
অভিযোগ, আনুমানিক রাত সাড়ে ন’টা নাগাদ নাকাশিপাড়া থানার আড়বেতাই এলাকায় সেই গাড়িটি ঘিরে ধরে কিছু সশস্ত্র দুষ্কৃতী। অভিযোগ, দুষ্কৃতীরা গাড়ির চালক, সুরক্ষা কর্মী ও এজেন্সি কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ৪৫ লক্ষ টাকা লুঠ করে চম্পট দেয়।
পরে নাকাশিপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনায় এখনও পর্যন্ত ওই গাড়ির দায়িত্বে থাকা ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
তবে অত রাতে কেন টাকা ট্রান্সফারের কাজ চলছিল, সেই সম্পর্কে মুখ খুলতে চায়নি আর্থিক লেনদেনকারী বেসরকারি এজেন্সির লোকেরা। এটা আদৌও ডাকাতি, নাকি পরিকল্পনা করেই লুঠ, তা নিয়ে প্রশ্ন উঠছে। তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।