হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে সোমবার সকাল থেকেই বৃষ্টির দাপট কলকাতা এবং শহরতলিতে। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণ শুরু হয়েছে। বৃষ্টি হচ্ছে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতেও। এছাড়াও নদিয়া, মালদহ এং পুরুলিয়াতেও শুরু হয়েছে বৃষ্টিপাত।
আবহবিদরা জানিয়েছেন উত্তর বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। সেই কারণেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে।
এ দিন সকাল থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আকাশ মেঘলা করে আসে। সকালবেলাতেই সন্ধ্যার মতো অন্ধকার নেমে আসে শহরের রাজপথে। সঙ্গে শুরু হয় টানা বৃষ্টি। এর ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে রাস্তায় জল জমে সাধারণ মানুষের হয়রানির আশঙ্কাও বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে অবশ্য কলকাতা পুরসভাকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী আটচল্লিশ ঘণ্টা গোটা রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে সোমবার বজ্রপাত-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণেই আপাতত অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন রাজ্যবাসী। তবে এবারে টানা বৃষ্টির জেরে ভোগান্তির আশঙ্কাও তৈরি হল।