শহরের বুকে তাঁর মতো ভবঘুরের সংখ্যা নেহাত কম নয়। রোজকার ব্যস্ততায় তাঁদের দিকে হয়তো তাকানোর সময়ও পায় না সদাব্যস্ত কলকাতা। কিন্তু দক্ষিণ ভারত থেকে অনেক আশা নিয়ে এই শহরে আসা এক গৃহবধূর ক্ষেত্রে অবশ্য অমানবিক হয়নি এই শহর। এবং অবশ্যই শহরতলির এক সরকারি হাসপাতাল। কলকাতায় এসে সব হারিয়ে ভবঘুরেতে পরিণত হয়েছিলেন তিনি। দীর্ঘ সাত বছর পরে সেই শহরই তাঁকে ফিরিয়ে দিল পরিবারের হাতে।
ক্যান্সার আক্রান্ত স্বামী সালভারাজের চিকিৎসা করাতে সাত বছর আগে কলকাতায় এসেছিলেন অন্ধ্রপ্রদেশের তিরুভন্নমালাই জেলার কৃষ্ণাপুরম গ্রামের গৃহবধূ বিশালক্ষীদেবী। তাঁদের সঙ্গে এসেছিলেন বিশালক্ষ্মীদেবীর ১১ বছরের মেয়ে দীপা। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করলেও স্বামী বাঁচেননি। এরই মধ্যে মেয়ে দীপাও নিখোঁজ হয়ে যায়। একদিকে স্বামীকে হারানোর শোক, অন্যদিকে মেয়েকে নিয়ে উদ্বেগ। দুইয়ের ধাক্কা আর সামলাতে পারেননি বছর ওই গৃহবধূ। অচেনা শহরে স্বামী সন্তানকে হারিয়ে মানসিক ভারসাম্য হারান তিনি। এভাবেই কলকাতার রাস্তায় ঘুরতে ঘুরতে বছর তিনেক আগে উত্তর চব্বিশ পরগনার বারাসতে পৌঁছন তিনি। সেখানেই স্থানীয় মানুষের সহায়তায় বিশালক্ষ্মীকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ। কিন্তু ভাষাগত সমস্যায় চিকিৎসক বা পুলিশ, কারও পক্ষেই মহিলার কথা বোঝা সম্ভব হয়নি।
প্রায় আড়াই বছর বারাসত হাসপাতালে ভর্তি ছিলেন বিশালক্ষ্মী। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই গৃহবধূ।কিন্তু ভাষাগত সমস্যায় নিজের কথা কাউকেই বোঝাতে পারতেন না তিনি। সমস্যার সমাধানে হ্যাম রেডিও অপারেটরদের সঙ্গে যোগাযোগ করে বারাসত থানার পুলিশ। কারণ, বিভিন্ন জায়গায় শিবির করার দরুন অন্যান্য ভাষার উপর দখল থাকে হ্যাম রেডিও অপারেটরদের। অন্যান্য রাজ্য থেকে অনেকে তাদের সদস্যও হন।
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সেক্রেটারি অম্বরিশ নাগের অনুরোধে শিবপুর আইআইইএসটি-র টেলিকমিউনিকেশনের ছাত্রটি গোপীনাথ বারাসত হাসপাতালে এসে দোভাষীর কাজ শুরু করেন। অবশেষে বিশালক্ষ্মীর পরিচয় জানা যায়। তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে কেউ অপহরণ করেছে।
দেখুন ভিডিও ১
শেষ পর্যন্ত পুলিশের থেকে খবর পেয়ে মঙ্গলবার রাতে বারাসত হাসপাতালে আসেন বিশালক্ষ্মীর ভাই গণেশ-সহ পরিবারের সদস্যরা। দিদিকে ফিরে পাওয়ার আশা এক রকম ছেড়েই দিয়েছিলেন তাঁরা। অচেনা শহরের থেকে এই সহযোগিতা পেয়ে তাই কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই যুবক। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশালক্ষ্মীর হারিয়ে যাওয়া মেয়ে দীপার খোঁজ পরে পাওয়া গিয়েছে। সে এখন বিবাহিত। কিন্তু পরিবারের সঙ্গে কোনও সম্পর্ক নেই।
দেখুন ভিডিও ২
বৃহস্পতিবারই পরিবারের সদস্যদের সঙ্গে হাওড়া থেকে অন্ধ্রের উদ্দেশ্যে রওনা দেন বিশালক্ষ্মী। পরিবারের মতো তাঁর হারানো মেয়েকেও কি ফিরিয়ে দিতে পারবে এই শহর, তার উত্তর অবশ্য সময়ই দেবে।
কী বলছেন বিশালক্ষ্মীর ভাই, দেখুন ভিডিও ৩
দেখুন ভিডিও ৪