ছেলেধরা গুজব নিয়ে দলের কোর কমিটির বৈঠকেও উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুজবের জেরে অশান্তি বা গণপিটুনির মতো ঘটনা কেন আটকানো যাচ্ছে না, তা নিয়ে মৃদু ধমকও দিলেন মমতা। সরাসরি শিক্ষামন্ত্রী এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাইলেন, ‘‘কী পার্থদা, ভয় লাগছে নাকি?’’
নজরুল মঞ্চে তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল এ দিন। সেখানেই ছেলেধরা গুজবের জেরে গণপিটুনির ঘটনা নিয়ে দলের নেতাদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বেহালাতেও এমন ঘটনা ঘটেছে। এমনকী, সেখানে রাতের বেলা বিজেপি বাইক মিছিল করে এই ধরনের গুজব ছড়ানোর উস্কানি দিয়েছে বলেও অভিযোগ করেন মমতা। কী ভাবে এই বাইক মিছিল হল, তা নিয়ে বেহালা থেকে নির্বাচিত দলের জনপ্রতিনিধিদের প্রশ্ন করেন মমতা। অভিজিৎ মুখোপাধ্যায়, অশোকা মণ্ডলের মতো কাউন্সিলর, রাজ্যসভার সাংসদ শুভাশিস চট্টোপাধ্যায়ের নাম করে মঞ্চ থেকে মমতা জিজ্ঞেস করেন, ভয় পেয়ে গিয়ে কি এমন প্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারছেন না বেহালার নেতারা। তখনই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশে মমতা প্রশ্ন করেন, ‘‘কী পার্থদা ভয় লাগছে নাকি?’’
দলীয় নেতা কর্মীদের পরামর্শ দিয়ে মমতা বলেন, ছেলেধরার গুজব রটানোর খবর পেলেই পুলিশে অভিযোগ জানাতে। তাঁর বক্তব্য— ইচ্ছাকৃতভাবে পুরুষদের মহিলা সাজিয়ে এলাকায় এলাকায় টাকার বিনিময়ে ছেলেধরা সাজিয়ে পাঠানো হচ্ছে। পুলিশ ব্যবস্থা না নিলে সরাসরি তাঁর বাড়িতে অভিযোগ জানানোর কথা বলেছেন মমতা।
কর্মীদের উদ্ধুদ্ধ করতে মমতা বলেন, ‘‘ভয় পাবেন না, চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারকে যখন আমরা সরাতে পেরেছি, পাঁচ বছরের বিজেপি সরকারকেও সরাতে পারব।’’