সিবিআই-এর সঙ্গে বার বার আলোচনায় বসতে চেয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু আমল দেয়নি সিবিআই। মঙ্গলবার আদালতের রায়ে রাজ্যের সেই দাবিই প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘‘আমরাই আগ বাড়িয়ে সহযোগিতা করতে চেয়েছিলাম। ফেস করার ব্যাপার নয়, কথা বলার ব্যাপার। আমরা এটাই চাইছিলাম। এটা নয় যে, একজন পুলিশ অফিসারের বাড়িতে এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে চলে যাবে।’’ মমতার দাবি অনুযায়ী, সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে সিবিআই-এর সঙ্গে কথা বলতে বলা হয়েছে নগরপালকে। কোথাও সিবিআই-কে ‘ফেস’ করার কথা বলা হয়নি বলেই মন্তব্য করেন মমতা।
মুখ্যমন্ত্রীর আর্জি, ‘‘আদালতের রায়ের যেন অপব্যাখ্যা না হয়। কেউ রায় ভুল বুঝতে পারেন। কেউ কেউ হয়তো খাইয়ে দিচ্ছে।’’ তাঁর বক্তব্য, বিজেপি অফিস থেকে ঠিক হচ্ছে বয়ান। আর তাকেই অনুসরণ করছে কোনও কোনও মিডিয়া।
আদালতের রায়ে দৃশ্যতই খুশি মমতা আবারও সুর চড়ান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। একই সঙ্গে যে রাজনৈতিক দলগুলি তাঁর আন্দোলনকে সমর্থন করেছে, তাদের নেতৃত্বকেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।