রাষ্ট্রসঙ্ঘের বিচারে ৬৩টি দেশের ৫৫২টি প্রকল্পকে পিছনে ফেলে সেরার সম্মান পেয়েছিল মমতার সাধের কন্যাশ্রী। সেটা ছিল ২০১৭ সাল। দু’ বছরের মাথায় বিশ্বের দরবারে ফের বাজিমাত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।
এবার সবুজসাথী প্রকল্পকে স্বীকৃতি দিতে চলেছে রাষ্ট্রসংঘ৷ রাষ্ট্রসংঘ ঘোষণা করেছে, বিশ্বের প্রথম পাঁচটি অনন্য প্রকল্পের একটি সবুজসাথী৷ আগামী ৯ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে ঘোষণা করবে রাষ্ট্রসংঘ৷
প্রসঙ্গত শুধু সবুজসাথীই নয়, রাষ্ট্রসংঘের মঞ্চে পুরস্কৃত হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পটিও। ‘ক্যাপাসিটি বিল্ডিং’ বা ‘দক্ষতা সৃষ্টি’ নামক একটি বিভাগে বিশ্বের ১৪৩টি প্রকল্পের
মধ্যে প্রথম পাঁচে মনোনীত হয়েছে এই উৎকর্ষ বাংলা বিভাগটি। ৯ এপ্রিলই জানা যাবে শীর্ষ বাছাই হয়ে উঠতে পারে কিনা এই প্রকল্প।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে এই উৎকর্ষ বাংলা প্রকল্পে মোট ৬ লক্ষ প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার৷
রাজ্যে কর্মসংস্থান নিয়ে কিছুদিন আগেই তোপ দেগে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়ার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন যোগী আদিত্যনাথও। এই ভোটের মুখে জোড়া স্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায় বাহিনীকে বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।