মঙ্গলবার দুপুরে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ২৬ বছরের যুবক শেখ সেলিম। অবশেষে বুধবার উদ্ধার হল তাঁর দেহ।
মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত মুগবাসান এলাকায় একটি চাতালে বন্যার জলে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন সেলিম। বন্ধুরা ও স্থানীয়রা প্রাথমিক ভাবে চেষ্টা করার পরে প্রশাসনের উদ্যোগে ডুবুরি পর্যন্ত আনা হয়েছিল।
দেখুন সেই ভিডিও
অনেক রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও কোনও রকম সন্ধান পাওয়া যায়নি তাঁর। অবশেষে বুধবার তার দেহ উদ্ধার হয়।
বন্ধুদের সঙ্গে বন্যার জলে স্নান করতে যাওয়ার সময়ে পুরো ঘটনার ভিডিও করেন তাঁদের মধ্যেই কেউ এক জন। সেই ফুটেজ উদ্ধার হয়েছে।
মৃত্যুর আগে কীভাবে শেখ সেলিম জলে তলিয়ে গিয়েছিলেন সেই ফুটেজও ধরা পড়েছে ভিডিওতে।
টানা বৃষ্টি আর তমাল নদীর জল বাড়ার কারণে কেশপুরের বিস্তীর্ন এলাকা এখন জলের তলায়৷ বন্যা পরিস্থিতিতে গ্রামের মানুষকে সতর্ক করা হয়েছে।