‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে’র (বিজিবিএস) মঞ্চে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে। আজ, শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মনমোহনের। কিন্তু বিজিবিএসে’র মঞ্চে তিনি এদিন আসবেন কি না, সে ব্যাপারে বৃহস্পতিবার রাত পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না শিল্প সম্মেলনের উদ্যোক্তাদের অনেকেই।
প্রশাসন সূত্রে আগেই জানা গিয়েছিল, একই ‘সেশনে’ না হলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং মনমোহন আলাদাভাবে উপস্থিত থাকতে পারেন বিজিবিএসে’র মঞ্চে। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দফতর থেকে ইতিবাচক বা নেতিবাচক কোনও বার্তাই পায়নি রাজ্য। যদিও বিজিবিএসের আমন্ত্রণপত্রে অরুণের নাম ছাপানো রয়েছে। ফলে শেষপর্যন্ত কী হয়, সে দিকে তাকিয়ে রয়েছে নবান্ন। অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপস্থিতি নিয়ে কিছুটা নিশ্চিন্ত থাকলেও, বৃহস্পতিবার দিনভর মনমোহনকে নিয়ে অনিশ্চয়তা চলেছে প্রশাসনের অন্দরে। শেষপর্যন্ত শিল্প সম্মেলনে মনমোহন আদৌ যান কি না, সেদিকে সাগ্রহে তাকিয়ে রয়েছেন
প্রশাসনের অনেকে।
জানা গিয়েছে, শিল্প সম্মেলনে বিদেশের অন্তত ৩৫০ জন প্রতিনিধি থাকবেন। রাজ্য এবং দেশের শিল্পমহলের পরিচিত অনেক মুখের উপস্থিতিও থাকবে। শিল্পমহলের একাংশের ধারণা, পরিকাঠামো খাতে সরকারি বরাদ্দ এবং উন্নয়নের প্রমাণ হিসাবে গত কয়েক বছরে রাজ্যের ‘জিডিপি’র উল্লেখযোগ্য বৃদ্ধির খতিয়ান তুলে ধরতে পারে সরকার।
তার আগে শিল্প নিয়ে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার টুইটে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের কটাক্ষ, ‘প্রায় সমাপ্ত একটি কারখানা ভেঙে ধুলোয় মিশিয়ে দেওয়ার উদাহরণ ইতিহাসে রয়েছে কি’?