শনিবারই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আছড়ে পড়েছিল কালবৈশাখী। বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। আলিপুর আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিয়েছে, তাতে রবিবার বা সোমবারও ফের কালবৈশাখীর দেখা পেতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। স্বস্তি পেতে পারেন কলকাতা এবং লাগোয়া এলাকার বাসিন্দারাও।
রবিবার দুপুরে দেওয়া আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় দমকা হাওয়া-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে যা কালবৈশাখীতে রূপান্তরিত হতে পারে। কারণ, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে।
এই মুহূর্তে ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এ ছাড়াও পশ্চিম মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা উপকূল বরাবর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার ফলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কালবৈশাখীর উপযুক্ত পরিস্থিতি বায়ুমণ্ডলে তৈরি হচ্ছে।