ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে কখন টাকা পাওয়া যাবে ঠিক নেই। অনেকেই ভেবেছিলেন, দু’দিন বন্ধ থাকার পরে এটিএম খুললে অবস্থা অনেকটা স্বাভাবিক হবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়ে এদিন সকাল থেকে গোটা রাজ্য জুড়ে অধিকাংশ এটিএম-এর ঝাঁপ বন্ধ। যে ক’টি খোলা আছে, বেলা বাড়তেই তার কোথাও টাকা শেষ, কোথাও টাকা পৌঁছয়নি। সব দেখেশুনে বিরক্ত হয়ে অনেকে এটিএম-এর নতুন নামও দিয়ে দিয়েছেন। মজা করে এটিএম-কে বলা হচ্ছে— এখানে টাকা মিসিং।
কিন্তু কতদিনে স্বাভাবিক হবে এটিএম পরিষেবা? এসবিআই চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্যকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গোটা দেশে এসবিআই-য়ের এটিএম পরিষেবা স্বাভাবিক হতে একমাস পর্যন্ত সময় লাগতে পারে। কারণ হিসাবে এসবিআই-এর চেয়ারপার্সন জানিয়েছেন, এখন এটিএমে ৫০০ অথবা ২০০০ টাকার নোট পাওয়া যাবে না। এটিএম-এ শুধুমাত্র ১০০ টাকার নোট পাওয়া যাবে। ফলে এটিএমগুলিকে নতুন করে কনফিগার করতে হবে। প্রতিটি এটিএম-এ এই কাজ করতে অন্তত তিনজন কর্মীর প্রয়োজন হবে। সব মিলিয়ে দেশে এসবিআই-এর সব এটিএম-এ পরিষেবা স্বাভাবিক হতে একমাস সময় লাগবে।
আরও পড়ুন
টেনশনের নাম ২০০০! হাতে পেয়েও তাই দুশ্চিন্তায় অনেকে, দেখুন ভিডিও
ব্যাংক থেকে কীভাবে টাকা তুলবেন, বদলাবেন? জানুন ১০টি জরুরি প্রশ্নের উত্তর
ভারতে ব্যাঙ্কিং পরিষেবায় সবথেকে বেশি কর্মী এবং ভাল পরিকাঠামো রয়েছে এসবিআই-এর। তাদেরই যদি সব এটিএম-এ পরিষেবা স্বাভাবিক করতে একমাস সময় লেগে যায়, শহরতলি বা গ্রামে গ্রামে অন্যান্য ব্যাঙ্কের যে এটিএম রয়েছে, সেখানে পরিষেবা স্বাভাবিক হতে কতদিন লাগবে? ভাবলে আঁতকে উঠতেই হয়। নোট বাতিলের জেরে কালো টাকার মালিকদের চিন্তা নিঃসন্দেহে বেড়েছে। কিন্তু আম জনতার এই সাময়িক ভোগান্তিও অস্বীকার করার উপায় নেই। আশঙ্কা সত্যি হলে তাই আগামী একমাস এটিএম-এর সামনে গিয়ে আপনাকে বলতে হতেই পারে, ‘এখানে টাকা মিসিং’!
হাওড়ায় দুর্ভোগ। দেখুন ভিডিও ১
হাওড়ায় দুর্ভোগ। দেখুন ভিডিও ২