শহরে ডেঙ্গির একটি বিশেষ ধরনের নতুন ভাইরাসের অস্তিত্ব মিলেছে। দাবি খোদ পুরসভারই। ডেঙ্গি বিশেষজ্ঞ চিকিত্সকেরাও তেমনই জানাচ্ছেন। ফলে সঠিক চিকিত্সা না হলে রোগীর মৃত্যুর আশঙ্কা রয়েই যাচ্ছে। ডেঙ্গির এই বাড়বাড়ন্ত রুখতে সতর্কতামূলক বিজ্ঞপ্তিও জারি করেছে কলকাতা পুরসভা। তবে এ বিষয়ে কোনও মন্তব্য মেলেনি স্বাস্থ্যভবনের।
জ্বর হয়েছিল। কিন্তু এখন তা নেই। তা সত্ত্বেও ডেঙ্গিতে আক্রান্ত হতেই পারেন। জ্বর ছেড়ে যাওয়ার পর কোনও একদিন গাঁটে গাঁটে ব্যথা, ডায়েরিয়া-বমি, তলপেটে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, ডেঙ্গির বিশেষ ভাইরাসের কারণে হতে পারে।
এতদিন জ্বর-সহ ডায়েরিয়া-বমি, তীব্র মাথা ব্যথা, গাঁটে গাঁটে খুব যন্ত্রণা থাকলে তা ডেঙ্গির লক্ষণ মনে করে রক্ত পরীক্ষা করানো হত। জ্বর না থাকলে ডেঙ্গি সংক্রান্ত কোনও পরীক্ষা করানো হত না। এবার দেখা যাচ্ছে যে, জ্বর ছেড়ে গিয়েছে। পরে কারও ডায়েরিয়া-বমি, তলপেটে যন্ত্রণা, মাথায় তীব্র যন্ত্রণা (হেডেক) বা গাঁটে গাঁটে যন্ত্রণা হচ্ছে তাহলে সেই ব্যক্তি ডেঙ্গির নতুন ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন! তা ধরতে না পারলে মৃত্যুও হতে পারে।
বিশেষজ্ঞ চিকিত্সক অমিতাভ নন্দী জানান, ২০১১ সালে এই বিশেষ ধরনের ডেঙ্গি ভাইরাসের উপস্থিতি মিলেছিল শহরে। এ বছর ফের সেই বিশেষ ভাইরাসে আক্রান্ত রোগীর দেখা মিলছে। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘রোগীর জ্বর নেই। পটি হয়েছে বেশ কয়েকবার। সঙ্গে বমিও হচ্ছে। দেখা যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে। রোগী হেপাটাইটিস, প্যাংক্রিয়াটাইটিসের মতো রোগে আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন অরগ্যান ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনও একদিন বা এক বেলার জন্য জ্বর হয়েছিল। পরে আর তা নেই। কিন্তু ডেঙ্গির কারণেই সেই রোগী ডায়েরিয়া, যন্ত্রণার শিকার হচ্ছেন। সঠিক চিকিত্সা না পেলে পরিণতি খারাপ হতে পারে।’’
কলকাতা পুরসভা ২৪ সেপ্টেম্বর তাদের স্বাস্থ্য আধিকারিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘ডেঙ্গির একটি বিশেষ ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। মাথায় যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, তলপেটে যন্ত্রণা এবং ডায়েরিয়া-বমির ক্ষেত্রে জ্বর না থাকলেও ডেঙ্গি পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে’। মেয়র পারিষদ অতীন ঘোষ বলেন, ‘‘এবার নতুন ধরনের যে ডেঙ্গি দেখা দিয়েছে তাতে আমরা চিন্তিত। তাই এ ধরনের নির্দেশ।’’ তিনি জানান, এনএসওয়ান পজিটিভ থাকলেই আইজিজি পরীক্ষা করে দেখে নিতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিকর্তা (প্রশাসন) অজয় চক্রবর্তীকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।