পরপর মেট্রো বিভ্রাটে জেরবার কলকাতাবাসী। বছর শেষে মেট্রোয়ে অগ্নিকাণ্ডের পরে মানুষ মেট্রোয় উঠতে রীতিমতো আতঙ্কিত। প্রশ্নের মুখে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু কতটা সুরক্ষিত মেট্রোয়ে চলাচল করা? হতাশ হওয়ার মতো খবর দিল দমকল দফতর।
২৪টি মেট্রো স্টেশনে তদারকি করে দমকল দফতর। ডেপুটি ডাইরেক্টর এবং তিনজন ডিভিশনাল অফিসারের নেতৃত্বে এই তদারকি হয়। দমকল দফতর করে জানতে পারে, কোনও মেটো স্টোশনেই অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা নেই।
বেশ কয়েকটি মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম থাকলেও কাজ করে না। স্মোক মেকানিজমেও ঘাটতি রয়েছে। এমনকী অগ্নিকাণ্ডের পরে ধোঁয়া বের করারও পর্যাপ্ত ব্যবস্থা নেই। অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও কাজ করেনি। শুধু তাই নয়, অসুস্থ ব্যক্তিকে বের করে নিয়ে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা পর্যন্ত নেই মেট্রো স্টেশনের।
স্টেশনগুলি তদারকির পরে মেট্রো কর্তৃপক্ষকে কয়েকটি পরামর্শ দেয় দমকল দফতর—
১) ফায়ার ফাইটিং প্রশিক্ষণ রয়েছে এমন ব্যক্তিকে স্টেশনে সব সময়ে রাখতে হবে।
২) নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে কর্মীদের।
৩) কোনও কারণে মেট্রোর মধ্যে অন্ধকার হয়ে গেলে বিকল্প আলোর ব্যবস্থা করতে হবে।
৪) অসুস্থ ব্যক্তিকে উদ্ধারের জন্য সব স্টেশনে স্ট্রেচার ছাড়া সব রকম ব্যবস্থা রাখতে হবে।
৫) পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা রাখতে হবে।
দেখুন ভিডিও
প্রসঙ্গত, মেট্রোয়ে বিপর্যয় নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন দমকল মন্ত্রী সুজিত বসু। সেখানে তিনি মেট্রোয় বিপর্যয় সামলাতে কলকাতা পুলিশের ভূমিকার প্রশংসা করেন।