মেদিনীপুর কলেজের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলে শামিয়ানা ভেঙে পড়ে আহত হলেন বহু বিজেপি কর্মী-সমর্থক। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২২ জন আহত হয়েছেন এই দুর্ঘটনায়।
মোদীর সভায় শ্রোতাদের জন্য তিনটি আলাদা শামিয়ানা টাঙানো হয়। মাঝের শামিয়ানাটি লোহার রডের উপর দাঁড় করানো ছিল। কিন্তু দু’পাশের দু’টি শামিয়ানা লোহার বিমের উপর টাঙানো হয়।
প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হতেই দেখা যায় মঞ্চের বাঁ দিকের শামিয়ানাটি হুড়মুড় করে ভেঙে পড়ে। শামিয়ানার যে লোহার পাইপ ছিল, তার উপর সমর্থকেরা উঠে যাওয়াতেই বিপত্তি হয়। সঙ্গে ছিল তুমুল বৃষ্টি।
অনেকে সরে যেতে পারলেও, কর্মীদের মধ্যে অনেকেই সেখান থেকে সরে যেতে পারেননি। তাঁরাই আহত হন। দ্রুত আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নরেন্দ্র মোদীর নির্দেশে ওই শামিয়ানার বাকি শ্রোতাদের মাঝের শামিয়ানার নীচে নিয়ে আসা হয়। প্রধানমন্ত্রীও স্লোগানের মাধ্যমে বাকি শ্রোতাদের মনোযোগ তাঁর বক্তৃতার দিকে নিয়ে আসেন। কর্মীরা শৃঙ্খলাপরায়ণ হয়ে পুরো সভা শেষ করার জন্য তাঁদেরকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী।
পরে প্রধানমন্ত্রী আহতের দেখতে হাসপাতালে যান। আহতদের চিকিৎসা চলছে জরুরি ভিত্তিতে।
অন্য দিকে প্রধানমন্ত্রীর কনভয় সভাস্থলে আসার পথে মেদিনীপুর শহরে বাম কর্মীরা নিরাপত্তাবেষ্টনী ভেঙে কালো পতাকা দেখান নরেন্দ্র মোদীকে।