আরও একদিনের স্থগিতাদেশ বেড়ে গেল পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়ায়। সোমবার দুপুর দু’টো পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের উপরে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। এর পরে মামলা ডিভিশন বেঞ্চে গিয়েছে। কিন্তু দুপুর দু’টো পর্যন্ত কোনও নির্দেশই দেয়নি ডিভিশন বেঞ্চ। তাই সিঙ্গল বেঞ্চ জানিয়ে দিল মঙ্গলবার দুপুর দু’টো পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় কাজকর্মের উপরে স্থগিতাদেশ জানিয়ে দিল।
এদিন দুপুরে নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন সাণ্ডিল্য ডিভিশন বেঞ্চে যাবতীয় তথ্য জমা দেন। এর পরেই সিঙ্গল বেঞ্চ স্থগিতাদেশ বৃদ্ধির নির্দেশ দিল।
পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত আরও খবরের জন্য CLICK করুন এখানে
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের ১০ এবং ১২ তারিখের অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহারের দাবিতে ডিভিশন বেঞ্চে যায় কমিশন। কারণ হিসেবে কমিশন আদালতকে জানায়, মনোনয়নের স্ক্রুটিনি, কর্মীদের প্রশিক্ষণ-সহ সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। তখন ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে জানতে চায়, বর্তমান পঞ্চায়েত বোর্ডগুলির মেয়াদ কবে শেষ হচ্ছে?’ উত্তরে পঞ্চায়েত দফতরের অতিরিক্ত মুখ্যসচিব সৌরভ দাস জানান অগস্ট মাসে।
এর পরেই ডিভিশন বেঞ্চ কমিশনকে জেনে আসতে বলে স্ক্রুটিনি, ভোটের দিনক্ষণ-সহ বিভিন্ন তথ্য। সেই সব তথ্য দেখার পরে মামলার রায় বিকেল ৪.৩০ এ ঘোষণা হবে। তার আগেই সিঙ্গল বেঞ্চ স্থগিতাদেশের সময় বাড়িয়ে দিল। এখন ডিভিশন বেঞ্চের রায়ের অপেক্ষা।