ভোটের আগের রাতেই বাড়িতে পুড়ে জীবন্ত দগ্ধ হলেন সিপিএম নেতা এবং তাঁর স্ত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার কাকদ্বীপে। মৃত সিপিএম নেতা এবং তাঁর স্ত্রীর নাম দেবু দাস এবং ঊষা দাস।
মৃতের পরিবারের অভিযোগ, রবিবার রাত ১টা নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দেবুবাবুর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেই সময়ে ঘরে ঘুমোচ্ছিলেন দেবু দাস এবং তাঁর স্ত্রী ঊষাদেবী। ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ হন তাঁরা। দেবু দাস সিপিএমের সক্রিয় সদস্য ছিলেন। এই ঘটনার পরেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।
পুড়ে যাওয়া ঘরে পড়ে রয়েছে মৃত দেবু দাস এবং তাঁর স্ত্রীর দেহ। নিজস্ব চিত্র
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম নেতৃত্ব। নির্বাচন কমিশনকে পাঠানো অভিযোগে সিপিএম জেলা সম্পাদক শমীক লাহিড়ির অভিযোগ, রবিবার সকাল থেকেই তৃণমূল নেতা অমিত মণ্ডল এবং তার সহকারী শিবপ্রসাদ মণ্ডল, চন্দন গিরি, গোকুল জানা-সহ বেশ কয়েকজন দেবু দাস এবং তাঁর স্ত্রীকে সিপিএম করার জন্য হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। সেই হুমকি সত্ত্বেও সিপিএম না ছাড়াতেই বাড়িতে আগুন লাগিয়ে দু’জনকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ।
ঘুমের মধ্যেই মৃত্যু সস্ত্রীক সিপিএম নেতার, দেখুন ভিডিও ১
সকালে দেহ আটকে রেখে মৃত সিপিএম নেতার ছেলে এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। মৃত দেবু দাসের ছেলের অভিযোগ, তৃণমূলে ভোট দেওয়ার জন্য কয়েকদিন ধরেই তাঁর বাবা এবং মাকে চাপ দেওয়া হচ্ছিল। পুলিশ দেহ উদ্ধার করতে গেলেও তাদের বাধার মুখে পড়তে হয়।
কী অভিযোগ মৃতের ছেলের, দেখুন ভিডিও ২
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, শর্ট সার্কিট থেকে আগুন লেগেই পুড়ে মৃত্যু হয়েছে দেবু দাস এবং তাঁর স্ত্রীর।