সড়ক পথে দিঘা যেতে গেলে একটি সেতু পেরতে হয়। সেই সেতু পেরতে এখন ভয় পাচ্ছেন অনেকেই। আগে বহুবার এই সেতু পেরিয়ে দিঘা গেলেও, কখনও ব্রিজ ভেঙে পড়ার ভয় মাথায় আসেনি। কিন্তু মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরে এই বিপদের কথাই মানুষের মাথায় ঘুরছে। শিলিগুড়ির ব্রিজ ভেঙে পড়ার পরও এই ভয় যেন দ্বিগুণ হয়েছে।
কলকাতা থেকে দিঘা যাওয়ার পথে ১১৬বি জাতীয় সড়কে পার হতে হয় হলদি নদী। সেই নদীর উপরে নরঘাটের মাতঙ্গিনী সেতু দিয়ে যাতায়াত করে হাজার খানেক যানবাহন। পর্যটন নগরী দিঘাতে পৌঁছতে গেলে হলদি নদীর উপরে এই ব্রিজ পার হতে হয় সবাইকেই।
প্রতিদিনই দিঘা থেকে দূরপাল্লার বাস যায় এই ব্রিজের উপর দিয়ে। তাছাড়া অনেক ছোট গাড়িও চলাচল করে এই ব্রিজের উপর দিয়ে। দিঘা-হাওড়া বাসের এক ড্রাইভার পুলক পাল বলেন, ‘‘বহুদিন ধরে গড়ি চালাচ্ছি এই রুটে। কিন্তু মাঝেরহাট ও শিলিগুড়ির ব্রিজ ভেঙে যাওয়ার পরে এই ব্রিজ দিয়ে যেতে এখন একটু ভয় লাগে কারণ ব্রিজটি খুবই পুরনো।’’
জানা গিয়েছে, মাঝে একবারই মাত্র রাস্তার কাজ হয়েছে। দিঘা, মন্দারমণি, তাজপুর যেতে হলেও এই ব্রিজ পার করতে হয়।