বৃষ্টি এবং ঝড়ের দাপটে এক ধাক্কায় অনেকটা নামল কলকাতার তাপমাত্রা। সব মিলিয়ে রবিবারের তুলনায় পাঁচ ডিগ্রি নেমে গেল কলকাতার তাপমাত্রা। একই সঙ্গে ভোরের দিকে ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় কলকাতা এবং শহরতলির বিভিন্ন এলাকা। এটি এই মরশুমের প্রথম কালবৈশাখী বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার রাতভর বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয় কলকাতা এবং জেলাগুলিতে। এই পূর্বাভাস অবশ্য আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। কলকাতা এবং শহরতলির অনেক জায়গাতে শিলাবৃষ্টিও হয়। জানা গিয়েছে ঝড়-বৃষ্টির জেরে শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নেমে হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম। একই ভাবে তাপমাত্রা কমেছে জেলাগুলিতেও।
শিলাবৃষ্টিও হয়েছে অনেক জায়গায়। নিজস্ব চিত্র
বৃষ্টির সঙ্গে সঙ্গেই প্রবল ঝড় হয় সোমবার ভোরের দিকে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী কলকাতা এবং শহরতলিতে সোমবার ভোরে জোড়া কালবৈশাখী আছড়ে পড়েছে। প্রথমে ভোর ৩.৫৫ মিনিটে ঘণ্টায় ৪৪ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যায়। তার পর ভোর ৪.২৫ মিনিটে হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটারে পৌঁছয়। যার জেরে উত্তর এবং দক্ষিণ কলকাতার অনেক জায়গাতেই গাছ ভেঙে পড়ে। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সল্টলেক, হাওড়াতেও ঝড়ের দাপটে বহু জায়গায় গাছ ভেঙে পড়ে, বিদ্যুতের তার ছিঁড়ে অনেক এলাকাতেই ভোর রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।শিয়ালদহ এবং হাওড়ার বিভিন্ন শাখায় দেরিতে চলছে ট্রেনও।
সকালেও কোথাও ঝিরঝিরে কোথাও আবার বেশ জোরে বৃষ্টি চলছে। আকাশের মুখও ভার। ফলে দিনভর বৃষ্টির ভোগান্তি চলবে।