প্রচণ্ড জ্বরের সঙ্গে গায়ে হাত পায়ে ব্যথা, মাথা যন্ত্রণা ও বমি বমি ভাব। এমনই বেশ কিছু সমস্যা নিয়ে বর্তমানে রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন বহু রোগী।
অজানা জ্বরে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। রানাঘাট ও তার পার্শবর্তী এলাকা থেকে দিনের পর দিন জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। এরই মধ্যে আট দিন ধরে জ্বরে আক্রান্ত এক মহিলার রক্ত পরীক্ষায় ডেঙ্গুর জীবাণু ধরা পড়ায় অসুস্থদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
দেখুন ভিডিও
তবে এই বিষয়ে আতঙ্কের তেমন কোনও কারণ নেই বলে জানিয়েছেন রানাঘাট মহকুমা হাসপাতালের ডাক্তার অপরাজিতা ঘোষ। তাঁর দাবি, জ্বরে আক্রান্তরা রানাঘাট মহকুমা হাসপাতালে যথাযথ চিকিৎসা পাচ্ছেন।