আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রায় ২৫ জন জঙ্গি ভারতে লুকিয়ে রয়েছে, চার মাস আগেই উত্তরপ্রদেশ পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দারা তা জানতে পেরেছিলেন। গত অগস্ট মাসে উত্তরপ্রদেশ থেকে এবিটি’র দুই জঙ্গি ধরা পড়ার পর তাদের জেরা করে পেয়েছিলেন গোয়েন্দারা এই তথ্য। ২৫ জঙ্গির মধ্যে মঙ্গলবার কলকাতা স্টেশন থেকে ধৃত শামসাদ মিঞা ওরফে তনভির এবং রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজের এদেশে লুকিয়ে থাকার কথাও তখনই গোয়েন্দারা জেনেছিলেন। এখনও লুকিয়ে রয়েছে ২৩ জঙ্গি।
লালবাজার সূত্রের খবর, গত ৬ অগস্ট উত্তরপ্রদেশের দেওবন্দ থেকে আবদুল্লা নামে এক এবিটি জঙ্গি ধরা পড়ে। উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা আবদুল্লাকে গ্রেফতার করেছিল। কলকাতা পুলিশের থেকে তথ্য পেয়ে জালনোট পাচারের অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ ১০ অগস্ট মুজফ্ফরনগর থেকে রাজাউল নামে আরেক জঙ্গিকে গ্রেফতার করে। আবদুল্লা এবং রাজাউলকে জেরা করে গোয়েন্দারা জেনেছিলেন, বাংলাদেশে গ্রেফতারের ভয়ে ভারতে তখন ২৫ জন এবিটি জঙ্গি লুকিয়ে রয়েছে। তবে কোথাও একসঙ্গে অনেকে থাকে না। প্রতিটি ‘মডিউলে’ দু’জন করে রয়েছে। তারাই বিভিন্ন জায়গায় সংগঠন তৈরির কাজ করছে। রাজাউলের থেকে সেসময় শামসাদ এবং রিয়াজের নামও জানা গিয়েছিল। তারা হায়দরাবাদ থেকে বাংলায় গিয়ে আশ্রয় নিতে পারে বলেও খবর পেয়েছিলেন গোয়েন্দারা। তারপর থেকেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা মাঠে নেমে পড়েন।
গোয়েন্দারা জেরায় আরও জেনেছিলেন, আবদুল্লা ২০০৭ সালে এবিটি তৈরি হওয়ার কয়েক মাস পর থেকেই দেওবন্দে রয়েছে। সে মূলত ‘রিক্রুটমেন্ট সেল’য়ের দায়িত্বে ছিল। তবে বাংলাদেশে গ্রেফতারের ভয়ে যারা এদেশে পালিয়ে এসেছে, তাদের আশ্রয়, কাজ পাইয়ে দেওয়া এবং জাল নথিপত্র তৈরি করে দিতে সাহায্য করত। রাজাউল ছিল তহবিল তদারকির দায়িত্বে।
শামসাদ জেরায় জানায়, বাংলাদেশ থেকে এবিটি’র নেতারাই তাকে কলকাতার কাছে কোনও জেলায় থেকে সংগঠন তৈরির নির্দেশ দেয়। সেই মতো সে হায়দরাবাদ থেকে উত্তর ২৪ পরগনায় আসে। শামসাদের কাছে এই নির্দেশও ছিল যে, মফস্সল শহর ও মিশ্র এলাকাকে বেছে নিতে। তাই শামসাদ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, টিটাগড়, কামারহাটির মতো জায়গায় ঘাঁটি তৈরি করে কাজ কারবার চালানোর পরিকল্পনা করেছিল। এরই মধ্যে বসিরহাটে ধৃত অস্ত্র কারবারি মনোতোষ দে’র রঘুনাথপুর এবং মৈত্রী বাগানের দু’টি বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। উদ্ধার হয়েেছ নাইন এম এম পিস্তল, ওয়ান শটার-সহ কয়েক রাউন্ড গুলি।