মেয়র শোভন চট্টোপাধ্যায় সত্যিই চক্রান্তের শিকার কি না, তা নিয়ে জল্পনা শুরু হল নতুন করে।
স্ত্রী রত্নার সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা সংক্রান্ত ‘ঝঞ্ঝাট’ নিয়ে এমনিতেই জেরবার শোভন। ‘বন্ধু’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিতর্কের রেশও এখনও টাটকা। ইতিমধ্যেই শোভন খেয়াল করেছেন তাঁর নাম করে কেউ জিএসটি অ্যাকাউন্ট এবং নতুন একটি ইমেল অ্যাকাউন্ট খুলেছে। ওই দু’টি অ্যাকাউন্টই তাঁর নয় বলে দাবি করে তিনি কলকাতা পুলিশের দ্বারস্থও হয়েছেন।
লালবাজারের সাইবার অপরাধ বিভাগের কাছে জিএসটি এবং ইমেল অ্যাকাউন্টের উল্লেখ করে মেয়র লিখিত অভিযোগও দায়ের করেছেন। কলকাতা পুলিশের তরফ থেকে মেয়রের তরফের ওই লিখিত অভিযোগের কথা স্বীকার করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে দুষ্কৃতীরা তাঁকে আক্রমণ করতে পারে বলেও মেয়র পুলিশকে জানিয়ে রেখেছিলেন।
মেয়র অবশ্য কে তাঁর নাম করে ভুয়ো জিএসটি কিংবা ইমেল অ্যাকাউন্ট খুলেছে, তা জানাতে চাননি। তিনি বলেন,‘‘ যেমন প্রদীপের তলায় অন্ধকার থাকে। তেমনই বন্ধুর মধ্যেও শত্রু মিশে থাকে। ফলে কে করেছে কী করে বুঝব!’’ তাঁর নামে জোড়া ভুয়ো অ্যাকাউন্টের খবর সামনে আসতে এদিন আলোচনা শুরু হয়ে যায় কলকাতা পুরসভাতেও। শোভন বলেন, ‘‘হঠাৎ করে আমি দেখতে পাই আমার নাম করে একজন ব্যক্তি জিএসটি অ্যাকাউন্ট খুলেছে। এমনকী আমার নামে একটি ইমেল অ্যাকাউন্টও খুলেছে। এটা প্রতারণা।’’
মেয়রের দাবি, সম্ভবত মঙ্গলবার কিংবা তার আগে ওই ঘটনা ঘটেছে। মেয়র জানান, তিনি বুধবার ওই ঘটনার কথা কলকাতা পুলিশকে জানিয়েছেন। পুলিশ সূত্রের খবর, মেয়রের এফআইআরে সরাসরি কারও নামের উল্লেখ নেই। ফলে কে বা কারা ওই দু’টি অ্যাকাউন্ট খুলেছে, তা প্রাথমিকভাবে চিহ্নিত করতে পারেননি কলকাতা পুলিশের গোয়েন্দারা।