সম্পর্কে কাক-ভাইঝি দুই ছাত্র-ছাত্রীর একসঙ্গে ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির কোতোয়ালি থানার বেরুবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের অনুমান, গলায় দড়ি দেওয়ার আগে দু’জনেই বিষ খেয়েছিল। কিন্তু কেন এভাবে নিজেদের শেষ করে দিল দুই ছাত্র-ছাত্রী?
স্থানীয় সূত্রে খবর, মৃত ছাত্র-ছাত্রীর নাম জয়ন্ত রায়(১৮) এবং ছাত্রীর নাম রঞ্জনা রায়(১৫)। দ্বাদশ শ্রেণির ছাত্র জয়ন্ত সম্পর্কে নবম শ্রেণির ছাত্রী রঞ্জনার কাকা। দু’জনে স্থানীয় গমিরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। একই সঙ্গে তারা স্কুলে যাতায়াত করত, বাড়িও পাশাপাশি। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি গাছে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পারিবারিক সম্পর্কের বাইরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি। কিন্তু সম্পর্কের কথা জানাজানি হতেই পরিবারের পক্ষ থেকে দু’জনকে বকাবকি করা হয়। পড়াশোনার বাইরে জয়ন্ত কাঠের মিস্ত্রির কাজ করত। সোমবার জয়ন্ত এবং রঞ্জনা দু’জনেই বাড়ির বাইরে থেকে বেরনোর পরে দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এর পরেই দু’জনের দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন
স্বামী বাড়িতে শাড়ি পরে থাকেন, লেসবিয়ান-সেক্স চান। দেখুন কী করলেন স্ত্রী
দুই ছাত্র-ছাত্রীর পরিবার অবশ্য তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার কথা অস্বীকার করেছে। যদিও এই সম্পর্কের বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। দু’জনে আত্মহত্যা করেছে, না কি মৃত্যুর পিছনে অন্য রহস্য রয়েছে, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
দেখুন ভিডিও ১
দেখুন ভিডিও ২
দেখুন ভিডিও ৩