রোজভ্যালি কাণ্ডে জামিন পেলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ দিন ওড়িশা হাইকোর্ট সাংসদের জামিনের আবেদন মঞ্জুর করে।
গত ৩ জানুয়ারি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরার পরে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওড়িশার ভুবনেশ্বরে নিয়ে গিয়েছিল সিবিআই। প্রথমে কয়েকদিন জেলে থাকার পরে সুদীপ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। ভুবনেশ্বরের একটি নামী বেসরকারি হাসপাতালে অনেক দিন ধরেই চিকিৎসা চলছিল সুদীপের। গত ১৯ মে তাঁর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুদীপের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁর জামিনের আবেদন জানান আইনজীবীরা। সিবিআই-এর আইনজীবী পাল্টা দাবি করেছিলনে, যে সুদীপ গুরুতর অসুস্থ নন।জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি। দু’পক্ষের সওয়াল শোনার পরে রায়দান স্থগিত রেখেছিল আদালত। এ দিনই রায় ঘোষণা করে ওড়িশা হাইকোর্ট। রায়ের কপি হাতে পাওয়ার পরে আগামিকালই মুক্তি পেতে পারেন সুদীপ।
জামিন দিলেও তৃণমূল সাংসদকে বেশ কয়েকটি শর্ত দিয়েছে আদালত। দেখে নিন একনজরে—