পুলওয়ামা হামলায় শহিদ হয়েছিলেন নদিয়ার তেহট্টের সুদীপ বিশ্বাস। মঙ্গলবারই ছিল সুদীপের পারলৌকিক কাজ। আর সেদিন সকালেই খবর এলো, পাকিস্তানের মাটিতে থাকা জইশের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। মারা পড়েছে অন্তত সাড়ে তিনশো জঙ্গি।
স্মরণে সুদীপ। নিজস্ব চিত্র
পুলওয়ামা কাণ্ডে শহিদ ছেলের জন্য শোকের মধ্যেই বদলার দাবিতে সরব হয়েছিল নদিয়ার সুদীপের পরিবার। শ্রাদ্ধের দিন সকালে সেই খবর আসার পরে তাই কিছুটা হলেও যেন শান্তি পেয়েছেন সুদীপের বাবা-মা। ছেলে হারানোর যন্ত্রণার মধ্যেই সুদীপের বাবা সন্ন্যাসী সাঁতরা বললেন, ‘‘ভারত যে বদলা নিয়েছে এটা জেনে খুশি হয়েছি। আমি চাই এমন হামলা আরও চালানো হোক।’’
সুদীপের ভাইপো সন্দীপ বিশ্বাস কাকার পারলৌকিক কাজ করে। সেও বলে, ‘‘কাকা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাঁর পারলৌকিক কাজ করতে পেরে আমি গর্বিত। এ দিন সকালেই শুনলাম যে ভারত হামলা চালিয়েছে। এতে আমরা খুব খুশি।’’
দেখুন ভিডিও
দেশের জন্য শহিদ হওয়ায় নিয়ম মেনেই সুদীপের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সিআরপিএফ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারও। এত কিছুর মধ্যেও ছেলের মৃত্যুর বদলার খবরে যেন সামান্য হলেও স্বস্তি পেল শোকস্তব্ধ বিশ্বাস পরিবার।