বাঘের আতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দেউলবাড়িতে। মঙ্গলবার ভোরে বাঘের হানায় মৃত্যু হয়েছে একটি গরুর। গ্রামে বাঘ ঢোকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে বনদপ্তর।
আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। — নিজস্ব চিত্র
মঙ্গলবার ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে যায় কুলতলির দেউলবাড়ির বাসিন্দা তপন নস্করের। ঘরের বাইরে বেরিয়ে দেখেন গোয়ালঘরে একটি গরুর ঘাড় প্রানপনে মটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। চিৎকার শুরু করে দেন তপনবাবু। তপন বাবুর ‘‘বাঘ ঢুকেছে, বাঘ ঢুকেছে’’ এই চিৎকার শুনে আশপাশের মানুষজন লাঠি, বাঁশ নিয়ে ছুটে এলে পালিয়ে যায় বাঘ।
কিন্তু ততক্ষনে তপন বাবুর গোয়ালের একটি গরুকে মেরে ফেলেছিলো বাঘ। গ্রামের মানুষই পাশের বনদপ্তরের কুলতলি বিট অফিসে খবর দেন। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এসে বাঘের খোঁজে তল্লাশি শুরু করলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি ওই দক্ষিণরায়ের। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার মানুষজন। তপন বাবু বলেন, “আমি ঘরে ঘুমোচ্ছিলাম। হঠাৎ গরুর গোঙানি ও বিকট আওয়াজ শুনতে পাই। বাইরে বেরিয়ে দেখি একটি বিশালাকায় বাঘ গোয়ালে ঢুকে গরুর ঘাড়ে একের পর এক থাবা মারছে। তখন আমি চিৎকার শুরু করি। চিৎকার শুনে আশপাশের লোকেরা লাঠি সোটা নিয়ে ছুটে এলে পালিয়ে যায় বাঘ।’’